Advertisement
Advertisement
Russia Ukraine War

Russia-Ukraine War: রাশিয়া-ইউক্রেন চতুর্থ দফা বৈঠকে ‘সাময়িক বিরতি’, এখনও অধরা রফাসূত্র

হাসপাতালে আহত জওয়ানদের সঙ্গে সাক্ষাত জেলেনস্কির।

Kyiv negotiator claims talks with Russia on pause to continue tomorrow | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:March 14, 2022 9:55 pm
  • Updated:March 14, 2022 9:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আক্রমণের ঝাঁজ বাড়িয়েছে রাশিয়া (Russia)। ইউক্রেনের যত্রতত্র আছড়ে পড়ছে রুশ গোলা। প্রাণ নিয়ে কোনওমতে পালাচ্ছেন ইউক্রেনীয়রা। এর মাঝেই শান্তির খোঁজে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসেছে ইউক্রেন। এবার দু’ক্ষের মধ্যে মধ্যস্থতাকারী ইজরায়েল। রাত অবধি আলোচনার পরও রফাসূত্র অধরা। প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার আগের খবর অনুযায়ী, আলোচনার মাঝে সাময়িক বিরতি নিয়েছেন দু’পক্ষ। মঙ্গলবার ফের আলোচনার টেবিলে ফিরবেন তাঁরা।

এবার বৈঠক হচ্ছে ভারচুয়ালি। ইউক্রেনের (Ukraine) প্রতিনিধি মিখাইলো পোডোলায়েক সোমবার রাতে টুইটারে লেখেন, আলোচনার মাঝে বিরতি নেওয়া হয়েছে। শান্তি আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার আগে নেতৃত্বকে দেশের বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে কথা বলতে হবে। সেই কাজটাই চলছে।” সূত্রের খবর, আগামিকালের বৈঠকে দু’পক্ষই নিজেদের শর্ত রাখবে। পোডোলায়েক আরও জানিয়েছেন, “কথা বলা জরুরি ছিল। আলোচনা চলছে। তবে বিষয়টা এত সহজ নয়।”

Advertisement

 

Advertisement

[আরও পড়ুন: আসানসোলে উপনির্বাচন ঘিরে চড়ছে উত্তেজনার পারদ, বাবার প্রচারে আসছেন সোনাক্ষী]

আলোচনার টেবিলে বসলেও ইউক্রেনের বিভিন্ন শহরে লাগাতার হামলা (Russia-Ukraine War) চালাচ্ছে পুতিন বাহিনী। ইউক্রেনের দাবি, শুধুমাত্র মারিউপোলে ইতিমধ্যে প্রায় ৩ হাজার নিরীহ নাগরিকের মৃত্যুও হয়েছে। এদিনও কিভের জনবসতিপূর্ণ এলাকার এক়টি বাড়িতে রুশ ক্ষেপণাস্ত্রের হামলার ফলে কমপক্ষে দু’জন নিহত হন। এবং তিনজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভরতি করানো হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। ৬০ জনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সবমিলিয়ে ইউক্রেন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

যদিও এদিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশের সেনাবাহিনীর মনোবল অটুট রাখতে অভিনব পদক্ষেপ করেন। যুদ্ধ আহত সৈনিকদের সঙ্গে দেখা করতে হাসপাতালে যান তিনি। কথা বলেন জখম যোদ্ধাদের সঙ্গে।

[আরও পড়ুন: অস্ত্রোপচার না হলেও স্বাস্থ্যসাথী কার্ড থেকে উঠছে টাকা! পূর্ব বর্ধমানে ফাঁস প্রতারণা চক্র, ধৃত মহিলা]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ