Advertisement
Advertisement
Imran Khan

‘পাকিস্তান ছেড়ে ভারতেই চলে যান’, ইমরানের দিল্লি-স্তুতির পর খোঁচা শরিফকন্যার

শুক্রবারই ভারতের ঢালাও প্রশংসা করতে দেখা যায় ইমরানকে।

'Leave Pakistan, move to India', Nawaz Sharif's daughter tells Imran Khan। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:April 9, 2022 11:09 am
  • Updated:April 9, 2022 11:14 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতকে যখন এতই পছন্দ, তখন সেখানেই চলে যেতে পারেন। শুক্রবার ইমরান খানের (Imran Khan) মুখে ভারতের ঢালাও প্রশংসার পরে তাঁকে এমনই নিদান দিলেন সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের (Nawaz Sharif) মেয়ে মারিয়াম। ‘পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ’ তথা পিএমএল-এন দলের সহ সভাপতি মারিয়াম (Maryam Nawaz) এভাবেই আস্থা ভোটের আগে কটাক্ষে ভরিয়ে দিলেন ইমরানকে।

শনিবারই ইমরানের ভাগ্যপরীক্ষা। বৃহস্পতিবার পাক সুপ্রিম কোর্ট নির্দেশ মেনে শনিবার সংসদে আস্থা ভোটের মুখে পড়তে হবে তাঁকে। পরিস্থিতি যা, গদি বাঁচানো প্রায় অসম্ভব। এমতাবস্থায় শুক্রবার ভারতের ঢালাও প্রশংসা শোনা যায় ইমরানের মুখে। তিনি বলেন, ”স্বাভিমান কাকে বলে তা ভারতের থেকে শিখুক পাকিস্তান। কোনও সুপার পাওয়ার দিল্লির উপরে হুকুম চালাতে পারে না।”

Advertisement

[আরও পড়ুন: শ্রীলঙ্কায় অন্ধকার যুগ! শুধু চিনের ঋণের ফাঁদ নয়, বিপর্যয়ের নেপথ্যে রয়েছে আরও বহু কারণ]

ইমরানের এই মন্তব্যের পরে তাঁকে কটাক্ষ করার সুযোগ ছাড়েননি মারিয়াম। তাঁর কথায়, ”আপনার যদি ভারতকে এতই পছন্দ, তাহলে পাকিস্তান ছেড়ে সেখানে গিয়েই পাকাপাকি ভাবে বসবাস করুন।” সেই সঙ্গে তাঁর আরও খোঁচা, ”এই প্রথম দেখলাম কেউ ক্ষমতা ধরে রাখতে এমন কান্নাকাটি করছে।”

পাশাপাশি তিনি মনে করিয়ে দিয়েছেন, ইমরান এত ভারত-বন্দনা করলেও ভারতের প্রধানমন্ত্রীদের মতো আস্থা ভোটের সামনে পড়ে নিজেকে স্থির রাখতে পারছেন না। মারিয়াম বলছেন, ”ভারতে এযাবৎ ২৭ বার অনাস্থা প্রস্তাব আনা হয়েছে বহু প্রধানমন্ত্রী বিরুদ্ধে। কিন্তু তাঁরা কেউই সংবিধান, গণতন্ত্র ও আদর্শ থেকে চ্যুত হননি। বাজপেয়ী মাত্র ১ ভোটে হেরেও মেনে নিয়েছিলেন। দেশ ও সংবিধানকে বন্ধক রাখেননি।”

[আরও পড়ুন: হিন্দি চাপিয়ে দিলে মানব না, অমিত শাহের বার্তা একসুরে খারিজ বিরোধীদের]

উল্লেখ্য, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজের সিদ্ধান্ত বাতিল করে সুপ্রিম কোর্ট। রায় অনুসারে শনিবার পাক সংসদের নিম্নকক্ষের অধিবেশন ডাকতে বাধ্য জাতীয় পরিষদের স্পিকার। সকাল সাড়ে ১০টার মধ্যেই এই অধিবেশন শুরু করতে হবে। এদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশের পর ইমরান জানিয়েছেন, দেশের জন্য তিনি শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। তবে তিনি আত্মবিশ্বাস দেখালেও পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে, তাতে তাঁর বিদায় একরকম নিশ্চিত বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ