সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিয়াল এস্টেট ব্যবসার মূলমন্ত্রই হল বাসিন্দাদের হাতের নাগালে সমস্ত নাগরিক পরিষেবাকে পৌঁছে দেওয়া৷ তা সে ট্রেন-মেট্রোই হোক বা বাস-ট্যাক্সি৷ কিন্তু ভাবুন তো, এমন কোনও বাড়ি বা বহুতল দেখেছেন কখনও, যার ভিতর দিয়ে নিত্য যাতায়াত করে মেট্রো রেল? দেখেননি তো? আজ এই প্রতিবেদনে জানতে পারবেন এমনই এক আজব বহুতলের কথা, যার ভিতর দিয়ে দিব্যি মেট্রোরেল যাতায়াত করে৷ শুধু যাতায়াতই করে না, দাঁড়িয়েও পড়ে৷ কারণ, ওই বহুতলের ভিতরেই রয়েছে স্টেশন৷
চিনের চংকিং প্রদেশের একটি বহুতলের মধ্যে দিয়ে এভাবেই নিত্য যাতায়াত করে ‘লাইট রেল প্যাসেঞ্জার ট্রেন’, সাধারণভাবে একে মনো রেলও বলা চলে৷ একটিই লাইনের উপর দিয়ে যাতায়াত করে এই ট্রেন৷ ১৯ তলার এই বহুতলে একটি স্টেশনও রয়েছে, ট্রেনটি সেখানে দাঁড়ায় কিছুক্ষণ৷
চিনের এই এলাকায় জনবসতির ঘনত্ব বড্ড বেশি৷ এই মেট্রোপলিটনে ৫ কোটি মানুষের বাস৷ তাই স্থাপত্যবিদরা এভাবেই মাউন্টেন সিটি-র একটি বহুতলের ভিতর দিতে ট্রেন চলাচলের ব্যবস্থা করেছেন৷
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.