Advertisement
Advertisement

তালিবানি শাসনকে স্বীকৃতি! মালালার বাবার বেনজির আক্রমণের মুখে ইমরানের দল

'নয়া পাকিস্তান' স্লোগানেই তুললেন প্রশ্ন।

Malala's Father Slamming Pakistan PM Imran Khan
Published by: Tanujit Das
  • Posted:October 31, 2018 8:46 pm
  • Updated:October 31, 2018 8:46 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তালিবানি শাসনকে স্বীকৃতি দিয়েছে পাক প্রশাসন৷ ঠিক এই ভাষাতেই পাকিস্তানের মসনদে ক্ষমতাসীন ইমরান খান সরকারের সমালোচনা করলেন নোবেল জয়ী মালাল ইউসুফজাইয়ের বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই৷ টুইট করে সরাসরি প্রশ্ন তুললেন পাক প্রধানমন্ত্রী ইরমান খানের ‘নতুন পাকিস্তান’ গড়ার স্লোগানের উপরেই৷

[স্কুলে পড়ুয়াদের লাগাতার ধর্ষণ, ১০৫ বছরের কারাদণ্ড প্রিন্সিপালের]

Advertisement

পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের শাসনে রয়েছে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান বা পিটিআই৷ গত ২৯ অক্টোবর সেখানকার মেয়েদের স্কুলগুলির উপর একটি নির্দেশিকা জারি করেছে প্রদেশের এলিমেন্টারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন ডিপার্টমেন্ট৷ নির্দেশিকায় বলা হয়, মেয়েদের স্কুলগুলিতে যেকোনও বয়সের পুরুষের প্রবেশাধিকার নিষিদ্ধ৷ স্কুলগুলিতে কোনও অনুষ্ঠান হলে, সেগুলিতে কেবলমাত্র মহিলাদেরই প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো যাবে৷ প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো যাবে প্রশাসনের মহিলা আধিকারিক, পাক পার্লামেন্ট বা প্রাদেশিক আইসভার মহিলা সদস্যদেরই৷ এমনকী, মেয়েদের স্কুলগুলির কোনও অনুষ্ঠান সংবাদমাধ্যমে সম্প্রচারের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই নির্দেশিকার মাধ্যমে৷ নির্দেশিকাটি জারি করেছেন খাইবার-পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী মাহমুদ খান৷

Advertisement

[জন্মসূত্রে আর নাও মিলতে পারে মার্কিন নাগরিকত্ব, নয়া পদক্ষেপ ট্রাম্পের]

এই নির্দেশিকারই বিরুদ্ধাচারণ করেন মালালার বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই৷ তালিবান শাসনের সঙ্গে তুলনা করেন এই নির্দেশিকাকে৷ তিনি মতে, ঠিক যেভাবে তালিবানরা মেয়েদের পড়াশোনাকে নিষিদ্ধ করেছিল, সেই পথেই হাঁটছে খাইবার-পাখতুনখোয়া প্রদেশের শাসনে থাকা ইমরান খানের দল৷ মেয়েদের স্কুলে পুরুষদের প্রবেশ নিষিদ্ধ করার সমালোচনা করেন তিনি৷ প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী ইমরানের ‘নয়া পাকিস্তান’ গড়ার স্বপ্নের বিষয়ে৷ এই ভাবে আদৌ নতুন পাকিস্তান গঠন সম্ভব কিনা তাও প্রশ্ন করেন তিনি৷ যদিও এই নির্দেশিকা জারির পিছনে নিজের মতো করে সাফাই দিয়েছে প্রদেশের মুখ্যমন্ত্রী মাহমুদ খান৷ তাঁর যুক্তি, মেয়েদের পড়াশোনাকে নয়া দিশা দেখানোর উদ্দেশ্যেই এই নির্দেশিকা বলে জানান তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ