Advertisement
Advertisement

Breaking News

এক স্টিয়ারিংয়ে তিন ট্রাক, চালকের কীর্তিতে তাজ্জব পুলিশ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলছে একটাই ট্রাক৷ তার ঘাড়ে চেপে আছে আরও দু’দুটি ট্রাক৷ না, কোনও সিনেমার দৃশ্য নয়৷ রাস্তায় এ দৃশ্য দেখে তাজ্জব বনে গেলেন চিনা ট্রাফিক পুলিশরা৷ Advertisement উত্তর চিনের রাস্তায় টহল দিতে দিতে সিসিটিভি ক্যামেরায় চোখ রেখে অবাক হয়ে যান সে দেশের ট্রাফিক পুলিশরা৷ দেখা যায়, এক ট্রাকচালক একই সঙ্গে তিনটি ট্রাক বয়ে […]

Man fined for driving 3 trucks stacked together
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 17, 2016 12:02 pm
  • Updated:May 17, 2016 12:02 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলছে একটাই ট্রাক৷ তার ঘাড়ে চেপে আছে আরও দু’দুটি ট্রাক৷ না, কোনও সিনেমার দৃশ্য নয়৷ রাস্তায় এ দৃশ্য দেখে তাজ্জব বনে গেলেন চিনা ট্রাফিক পুলিশরা৷

উত্তর চিনের রাস্তায় টহল দিতে দিতে সিসিটিভি ক্যামেরায় চোখ রেখে অবাক হয়ে যান সে দেশের ট্রাফিক পুলিশরা৷ দেখা যায়, এক ট্রাকচালক একই সঙ্গে তিনটি ট্রাক বয়ে নিয়ে যাচ্ছেন৷ আসলে তিনি চালাচ্ছেন একটি ট্রাকই৷ কিন্তু তার উপরে চাপিয়ে নিয়েছেন আরও দুটি ট্রাক৷ তড়িঘড়ি সেই ড্রাইভারের খোঁজ পড়ে৷ জানা যায়, তিনটি ট্রাক নিয়ে যেতে যে মাত্রাতিরিক্ত টাকা টোল হিসেবে দিতে হবে, তা এড়াতেই এই অভিনব ফন্দি আঁটেন চালক৷ কিন্তু এ পরিকল্পনা বুমেরাং হয়ে ফিরল চালকের কাছেই৷ টাকা বাঁচা তো দূরের কথা, উল্টে পুলিশের চোখে ধরা পড়ে যাওয়ার পর মোটা অঙ্কের জরিমানা হল তাঁর৷

Advertisement

truck1_web

Advertisement

রাস্তার কর বাঁচাতে প্রায়শই নানারকম চালাকির আশ্রয় নেন চালকরা৷ এর আগেও চিনে একটি ট্রাকের উপর আর একটিকে চাপিয়ে চালাতে গিয়ে বিপাকে পড়েছিলেন আর এক চালক৷ তবে সে উদাহরণ যে কিছুই নয় তা প্রমাণ করে দিলেন ইনি৷ তিন ট্রাক নিয়ে পেরিয়ে যেতে পারলে তাঁর পন্থাই হয়ত চালকদের কাছে মডেল হয়ে উঠত৷ তবে পুলিশের তৎপরতায় শেষমেশ আর তা সম্ভব হল না৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ