Advertisement
Advertisement
King Charles

হুবহু মিলিয়েছিলেন রানির মৃত্যুর দিন, ব্রিটেনের নতুন রাজার আয়ু কতদিন, জানালেন সেই ভবিষ্যৎদ্রষ্টা

ইতিমধ্যেই ওই টুইটের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

Man who predicted Queen’s death also gives warning about King Charles III। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:September 13, 2022 6:15 pm
  • Updated:September 13, 2022 6:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বৃহস্পতিবার বাকিংহাম প‌্যালেসের পক্ষ থেকে রানি দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth II) মৃত্যুর কথা ঘোষণা হতেই ব্রিটেনে নেমে এসেছে শোকের ছায়া। তবু রাজসিংহাসন তো শূন্য থাকে না। এর মধ্য়েই রাজপাট চলে এসেছে পুত্র চার্লসের হাতে। ৭৩ বছর বয়সে এসে রাজা হয়েছেন তিনি– কিং চার্লস থার্ড (King Charles III)। জানিয়ে দিয়েছেন, মায়ের মৃত্যুতে শোক পেলেও কর্তব্যে অবিচল থাকবেন তিনি। কিন্তু এহেন পরিস্থিতিতে শিরোনামে জনৈক লোগান স্মিথ। রানির মৃত্যুর তারিখ অবিকল ভবিষ্যদ্বাণী করে সবাইকে চমকে দিয়েছেন তিনি। সেই তিনিই নাকি জানিয়ে দিয়েছেন, বেশিদিন মসনদে বসা হবে না চার্লসের!

গত জুলাই মাসেই ওই ব্যক্তি নাকি টুইটারে একটি পোস্ট করে লেখেন, ৮ সেপ্টেম্বর মারা যাবেন ব্রিটেনের সম্রাজ্ঞী। গত সপ্তাহে রানির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই রাতারাতি ভাইরাল হয়ে যায় লোগানের ওই পোস্ট। কিন্তু ওই পোস্টে কেবলই রানির মৃত্যুর দিন জানাননি তিনি। তাতে বলা ছিল, চার্লসের মৃত্যুদিনের কথাও! যাকে ঘিরে বিতর্ক ঘনিয়েছে স্বাভাবিক ভাবেই।
ইতিমধ্যেই ওই টুইটের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিতর্ক বাড়তেই বেগতিক বুঝে নিজের অ্যাকাউন্টটি প্রাইভেট করে দিয়েছেন লোগান। ফলে এখন আর তাঁর টুইটার হ্যান্ডলটি ফলো না করলে কোনও পোস্টই দেখা যাচ্ছে না।

Advertisement

Charles

[আরও পড়ুন: দাম কমছে বহু অত্যাবশকীয় ওষুধের, নয়া তালিকা প্রকাশ কেন্দ্রের]

তবে নেটিজেনরা শেয়ার করে চলেছেন সেই পুরনো টুইটের স্ক্রিনশট। চার্লসের মৃত্যুদিন হিসেবে কোন দিনটি চিহ্নিত করতে চেয়েছেন লোগান? তাঁর দাবি, ২০২৬ সালের ২৮ মার্চ ইহজগৎ ত্যাগ করবেন ব্রিটেনের নতুন রাজা।

উল্লেখ্য, মঙ্গলবারই স্কটল‌্যান্ডের বালমোরাল প‌্যালেস থেকে রয়‌্যাল ট্রেনে রানির দেহ এসে পৌঁছবে লন্ডনে। বালমোরাল থেকে ওয়েস্টমিনস্টার হলে পৌঁছে সেখানেই শেষ কয়েকটি দিন কাটাবেন এলিজাবেথ। মৃত্যুর দশদিন পরে অন্ত্যেষ্টি। তৃতীয় দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত ওয়েস্টমিনস্টার হলে ‘মোশন অফ কনডোলেন্স’ গ্রহণ করবেন নতুন রাজা এবং রাজপরিবার। ১৯ সেপ্টেম্বর ওয়েস্টমিনস্টার অ‌্যাবেতে শায়িত হবে রানির কফিন। একটি যুগে দাঁড়ি টেনে স্বামী ফিলিপের পাশেই সমাধিস্থ হবেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

[আরও পড়ুন: ‘কংগ্রেসের আর কোথাও কোনও অস্তিত্ব নেই’, গুজরাটে দাঁড়িয়ে দাবি কেজরিওয়ালের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement