সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বোঝো কাণ্ড! যাঁর ভরসায় পৃথিবীর এত মানুষ মহা আনন্দে নিজেদের ভার্চুয়াল জীবনযাপনকে গুছিয়ে নিচ্ছে, এবার তাঁর বাড়িতেই নাকি ডাকাত পড়ল! বাড়ি মানে ভার্চুয়াল বাড়ি! সোশ্যাল মিডিয়ার এমন স্বর্ণযুগে কোনও ব্যক্তির ফেসবুক, টুইটার কিংবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তাঁদের বাড়ির চেয়ে কিছু কম নয়৷ এই অ্যাকাউন্ট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার মধ্যেও বিশেষ পার্থক্য করতে পারে না আজকের জেনারেশন৷
এমন পরিস্থিতিতে দাড়িয়ে নাকি হ্যাক হয়ে গেল ফেসবুক কর্তার টুইটার এবং পিন্টারেস্ট অ্যাকাউন্ট৷ আওয়ারমাইন নামক এক সংস্থা এই ঘটনার দায় স্বীকার করে নিয়েছে৷ সংস্থার দাবি, তারা নাকি মার্কের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও হ্যাক করে নিয়েছে৷
সম্প্রতি ফেসবুক কর্তার টুইটার এবং পিন্টারেস্ট অ্যাকাউন্ট হ্যাক করে সেই অ্যাকাউন্টের নাম বলদে দেয় আওয়ারমাইন সংস্থা৷ সেখানে তাদের পক্ষ থেকে জানান হয়, ‘হ্যাকড বাই আওয়ারমাইন টিম’৷
সম্প্রতি জানা গিয়েছিল বহু লিংকডইন অ্যাকাউন্ট হ্যাক হয়েছে৷ অভিযোগ উঠেছিল, কর্তৃপক্ষ টাকার বিনিময়ে অ্যাকাউন্টের তথ্য হ্যাকারদের হাতে তুলে দিয়েছে৷
এরপর জুকারবার্গের প্রোফাইল হ্যাক হয়ে যাওয়া সাইবার ক্রাইমের বাড়বাড়ন্তকেই আবার প্রমাণ করে! পাশাপাশি, এই ঘটনার পর আম জনতার সাইবার নিরাপত্তা নিয়েও বহু প্রশ্ন উঠছে নানামহলে৷
মার্কের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার পরই নড়েচড়ে বসে ফেসবুক টিম৷ তাঁদের প্রচেষ্টায় জুকারবার্গের অ্যাকাউন্টগুলিকে পুনরুদ্ধার করা গিয়েছে বলে জানা গিয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.