সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মার্কিন মুলুকে জাতিবিদ্বেষের শিকার ভারতীয়। ক্যানসাস, ক্যারোলিনার পর এবং কেন্ট। এবার সিয়াটলের এই ছোট্ট শহরে এক শিখ ধর্মাবলম্বী ভারতীয়কে গুলি করল এক মুখোশধারী বন্দুকবাজ। হাতে গুলি লাগায় প্রাণে বেঁচে যান তিনি। তবে ক্যানসাসের ঘটনারই পুনরাবৃত্তি হয়েছে এখানে। গুলি করার আগে দুষ্কৃতী ওই ভারতীয়কে বলে, ‘নিজের দেশে ফিরে যাও!’ ৩৯ বছরের ওই আক্রান্ত ভারতীয়র অভিযোগের ভিত্তিতে বন্দুকধারী দুষ্কৃতীকে খুঁজছে সিয়াটল পুলিশ।
(১০ বছরের মধ্যেই দেশে ছুটবে হাইস্পিড ট্রেন)
স্থানীয় সংবাদমাধ্যম সুত্রে খবর, এই ঘটনাটি ঘটেছে গত শুক্রবার। সেদিন সন্ধে ৮টা নাগাদ হাইওয়ের ধারে ছোট রেস্তরাঁয় (স্থানীয় ভাষায় ড্রাইভওয়ে) কাজ করছিলেন আক্রান্ত ব্যক্তি। তখনই ওই মুখোশধারী দুষ্কৃতী এসে তাঁর সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। এরপর তাঁকে বলে, ‘নিজের দেশে ফিরে যাও!’ তারপরই ওই ভারতীয়কে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় সে। গুলি লাগে আক্রান্তের হাতে।
(ভোটের ফল ঘোষণার আগে ফোন ট্যাপ করেছিলেন ওবামা, বিস্ফোরক ট্রাম্প)
কেন্টের পুলিশ চিফ কেন থমাস জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। আক্রান্তের বয়ান অনুযায়ী, ৬ ফুট লম্বা ওই বন্দুকবাজের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। স্থানীয় রেন্টন এলাকার শিখ সম্প্রদায়ের নেতা জসমিত সিং জানিয়েছেন, অস্ত্রোপচারের পর আক্রান্তকে ছেড়ে দিয়েছে হাসপাতাল। তাঁ পরিবারের সঙ্গে কথা বলার পর তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় শিখ সম্প্রদায়। প্রসঙ্গত, মার্কিন মুলুকে শিখ ধর্মাবলম্বীদের উপর হামলার ঘটনা নতুন কিছু নয়। ৯/১১-র পর গোটা আমেরিকায় মুসলিমদের পাশাপাশি মাথায় পাগড়ি পরা, দাড়ি রাখা শিখদেরও ঘৃণার চোখে দেখা হত। বারবার নেমে আসত আক্রমণ। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই ভারতীয়, আরব দেশের নাগরিকদের উপর হামলার ঘটনা উত্তরোত্তর বেড়েই চলেছে। তা নিয়ে বেশ চিন্তায় রয়েছে ভারতীয় দূতাবাস এবং বিদেশমন্ত্রক।