Advertisement
Advertisement

লন্ডনের বহুতলে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪০টি ইঞ্জিন

দেখুন ভিডিও৷

Massive fire engulfs Grenfell tower London, several feared trapped
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 14, 2017 4:22 am
  • Updated:October 7, 2019 2:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সময় বুধবার ভোরে ভয়াবহ আগুন লাগে লন্ডনের একটি বহুতলে৷ দাউদাউ করে জ্বলে উঠা আগুন দেখে আতঙ্কে অনেকেই  দৌড়াদৌড়ি শুরু করেন৷ কেউ কেউ নিরাপদ স্থানে  পৌঁছতে পারলেও এখনও ওই বহুতলে আটকে রয়েছেন বহু মানুষ৷ আগুন নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের ৪০টি ইঞ্জিন ও ২০০ দমকলকর্মী৷


বিবিসি সূত্রে খবর, ল্যাঙ্কাস্টারের গ্রেনফেল টাওয়ার নামের ওই বহুতলটির পুরোটাই গ্রাস করেছে আগুন৷ তাড়াতাড়ি আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে বহুতলটি ভেঙে পড়তে পারে৷ জানা গিয়েছে, বহুতলটির তিনতলায় আগুন লাগে তারপর ক্রমশ তা ছড়িয়ে পড়ে ২৭ তলা পর্যন্ত৷ তবে কী করে বহুতলটিতে আগুন লাগে তা এখনও স্পষ্ট নয়৷ ঘটনাস্থলে মজুত এক পুলিশ আধিকারিক জানিয়েছেন ঘটনায় আহত বেশ কয়েকজনকে প্রাথমিক  চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে৷ তবে বহুতলটিতে আটকে থাকতে পারেন বহু বাসিন্দা৷ ঠিক কতজন ওই বিল্ডিংয়ে আটকে রয়েছেন তা এখনও জানা যায়নি৷ ইতিমধ্যে, নিরাপত্তার খাতিরে খালি করে দেওয়া হয়েছে আশেপাশের অন্যান্য বাড়িগুলি৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় গোটা বিল্ডিংটি আগুনের কবলে চলে গিয়েছে৷ বাড়িটির কাচ ও দেওয়াল তাপের প্রভাবে খসে খসে পড়ছে৷ বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে৷


তবে ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত হতাহতের নির্দিষ্ট কোনও খবর নেই৷ ঘটনাস্থলে মজুত উদ্ধারকারী দল ও দমকলকর্মীরা আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করলেও কিছুতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না৷ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ভিডিও ও ছবি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ