সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় বংশোদ্ভুতদের উপর হামলার ঘটনা কমছেই না মার্কিন মুলুকে। এবার ফ্লোরিডায় মুসলিম ভেবে এক ভারতীয় বংশোদ্ভূত দম্পতির দোকান পুড়িয়ে দেওয়ার চেষ্টা করল এক মার্কিন বৃদ্ধ। ৬৪ বছরের অভিযুক্ত রিচার্ড লয়েড ভেবেছিল, স্থানীয় সেন্ট লুসি কাউন্টিতে অবস্থিত ওই দোকানটি চালায় আরব মুলুকের কেউ। কিন্তু আদতে দোকানের মালিক এক ইন্দো-মার্কিন দম্পতি। অভিযুক্ত আরব নাগরিকদের ঘৃণার চোখে দেখে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। তাই দোকানের সামেন ডাস্টবিন নিয়ে এসে তাতে আগুন ধরিয়ে দেয়। দোকানে আগুন লেগে যেতেই উত্তেজনার সৃষ্টি হয়। পরে নিজের ভুল বুঝতে পারে অভিযুক্ত। তখন পুলিশের কাছে আত্মসমর্পণ করে দেয় ওই বৃদ্ধ।
(হঠকারি ডোনাল্ড ট্রাম্প! তাঁর নির্দেশে পদচ্যুত ৪৬ জন অ্যাটর্নি)
আরব, মধ্য প্রাচ্যের দেশ এবং তাদের নাগরিক সম্পর্কে আগেই মার্কিনিদের মনে ঘৃণার সঞ্চার হতে শুরু হয়েছে। ৯/১১-র পর থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষদের ওই দেশে থাকা দায় হয়ে যায়। তবে গোদের বিষফোড়ার মতো ট্রাম্পের নয়া অভিবাসন নীতি এই ঘৃণাপ্রসূত অপরাধের সংখ্যা বাড়িয়ে দিয়েছে আমেরিকায়। তারই ফলপ্রসূ হল ওই দেশে একের পর এক ভারতীয়, এশিয় ভূখণ্ডের মানুষদের উপর হামলার ঘটনা বেড়ে চলেছে। এই দোকান পোড়ানোর ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কি ভয়াবহ দিন দেখতে হতে পারে ভারতীয়দের। দোকান পোড়ানোর ঘটনায় অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।