Advertisement
Advertisement
Nawaz Sharif

ইমরান জেলে, ‘ফাঁকা মাঠে গোল’ করতে পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরিফ!

তিন মাসের মধ্যেই নির্বাচন পাকিস্তানে।

Nawaz Sharif will return to Pakistan next month, says Shehbaz Sharif। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:August 11, 2023 8:57 pm
  • Updated:August 11, 2023 8:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে ফিরছেন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ (Nawaz Sharif)। এমনটাই দাবি সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের। তিনি নওয়াজের ভাইও। তিনি দাদার স্বদেশে প্রত্যাবর্তনের দাবি করতেই গুঞ্জন ছড়িয়েছে পাক রাজনৈতিক মহলে। নিশ্চিত ভাবেই নওয়াজ ফিরলে সেদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।

উল্লেখ্য, পানামা পেপার্স মামলায় ২০১৭ সালে পাকিস্তানি সুপ্রিম কোর্টের রায়ে গদি চলে গিয়েছিল নওয়াজের। তারপরই তাঁর বিরুদ্ধে একগুচ্ছ দুর্নীতি মামলার তদন্ত শুরু করে ইমরান সরকার। ২০১৮ সালে অ্যাকাউন্টেবিলিটি কোর্ট আল-আজিজিয়া স্টিল মিল দুর্নীতি মামলায় নওয়াজকে সাত বছরের কারাবাসের সাজা দেয়। পাশাপাশি অ্যাভেনফিল্ড সম্পত্তি সংক্রান্ত মামলায় সব মিলিয়ে মোট ১১ বছরের জেল হয় তাঁর। তার উপরে ৮ মিলিয়ন পাউন্ড জরিমানাও হয়।

Advertisement

[আরও পড়ুন: গণপিটুনিতে খুনে মৃত্যুদণ্ড! নতুন আইন আনছে মোদি সরকার]

বর্তমানে লন্ডনে রয়েছেন নওয়াজ শরিফ। নির্ধারিত সময়ে দেশে না ফেরায় ২০২১ সালে নওয়াজ শরিফকে ‘ঘোষিত অপরাধী’র তকমাও দেয় ইসলামাবাদ হাই কোর্ট। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যে নিজের ও কন্যা মরিয়ম নওয়াজের প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেন নওয়াজ শরিফ। কিন্তু ভাই শাহবাজ পাকিস্তানের মসনদে বসার পর থেকেই পরিস্থিতি বদলেছে। এবার পাক রাজনীতিতে নয়া মোড় আনতে দেশে ফিরছেন নওয়াজ। এই মুহূর্তে তোষাখানা মামলায় জেলবন্দি ইমরান। এই পরিস্থিতিতে শাহবাজের প্রত্যাবর্তনে নয়া সমীকরণ তৈরি হতে চলেছে পাকিস্তানে।

Advertisement

এদিকে বুধবার গভীর রাতে পদত্যাগ করেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif)। ভেঙে দেওয়া হয়েছে পাক সংসদ। আগামী তিনদিনের মধ্যেই কেয়ারটেকার প্রধানমন্ত্রীর নাম চূড়ান্ত করতে হবে। সেই সঙ্গেই দেশের নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে তিন মাসের মধ্যে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

[আরও পড়ুন: ‘খলিস্তানি সন্ত্রাস’ নিয়ন্ত্রণে তহবিল ব্রিটেনের, ভারতের চাপেই পদক্ষেপ?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ