সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী আসন পাওয়ার আশা জোরাল হল৷ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মঙ্গলবার থেকে শুরু হয়েছে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশন৷ অধিবেশনে নবনির্বাচিত সভাপতি ফিজির স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত পিটার থমসন নিরাপত্তা পরিষদের আমূল সংস্কার চেয়েছেন৷ আর এই পরিবর্তন আনতে সব সদস্য দেশকে এগিয়ে আসতে হবে বলে ডাক দিয়েছেন তিনি৷
এর আগে নিরাপত্তা পরিষদের সংস্কার সংক্রান্ত আলোচনা প্রক্রিয়ার বিরোধিতা করে আমেরিকা, চিন ও রাশিয়া। তিন স্থায়ী সদস্যই নিরাপত্তা পরিষদের সংস্কার সংক্রান্ত উদ্যোগকে সমর্থন করেনি। সম্প্রসারিত নিরাপত্তা পরিষদে ভারত দীর্ঘদিন ধরেই স্থায়ী আসন পাওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। একবিংশ শতকের সঙ্গে সামঞ্জস্য রেখে নিরাপত্তা পরিষদের কাঠামোয় পরিবর্তন জরুরি হয়ে পড়েছে বলেছে মনে করেন নয়া সভাপতি৷ মঙ্গলবার শপথবাক্য পাঠ করার পর এই মন্তব্য করেন থমসন৷
নিরাপত্তা পরিষদের সংস্কারের দিকে সদস্য দেশগুলি তাকিয়ে রয়েছে বলে জানিয়েছেন নব-নিযুক্ত প্রেসিডেন্ট৷ সম্প্রতি নয়াদিল্লিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করে গিয়েছেন থমসন৷ তবে ওয়াকিবহাল মহলের মতে, নিরাপত্তা পরিষদে সংস্কার আনতে পাঁচ স্থায়ী সদস্য ব্রিটেন, চিন, ফ্রান্স, রাশিয়া ও আমেরিকার সম্মতি ও নমনীয় মনোভাবের প্রয়োজন৷ নিরাপত্তা পরিষদের দুই তৃতীয়াংশের সম্মতি বিনা এই সংস্কার সম্ভব নয়৷