Advertisement
Advertisement

Breaking News

রাষ্ট্রসংঘকে বোকা বানিয়ে নয়া রকেট ইঞ্জিন পরীক্ষা উত্তর কোরিয়ার

এখন আরও সতর্ক মার্কিন গোয়েন্দারা...

North Korea has conducted a ground test of a new type of high-thrust rocket engine
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 19, 2017 12:00 pm
  • Updated:March 19, 2017 12:00 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাকাশ গবেষণাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে একটি নতুন শক্তিশালী রকেট ইঞ্জিনের পরীক্ষা করল উত্তর কোরিয়া৷ এই রকেটে চাপিয়ে আরও দ্রুত, কম খরচে মহাকাশে উপগ্রহ পাঠানো যাবে বলে দাবি দেশটির৷ যুদ্ধবাজ কিম জং উনের নেতৃত্বে সে দেশের মহাকাশ গবেষণা নতুন উচ্চতায় পৌঁছবে, জানাচ্ছে সে দেশের সংবাদমাধ্যম৷ এদিনের পরীক্ষাকে ঐতিহাসিক বলেও উল্লেখ করেছে কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি৷

[নারকীয় উত্তর কোরিয়ার হৃদয় বিদারক ছবি তুলে ধরলেন এই যুবতী]

রবিবার নয়া রকেট ইঞ্জিন পরীক্ষার সময় লঞ্চ সাইটে উপস্থিত ছিলেন খোদ কিম৷ কিম বলেছেন, “দেশের রকেট ইন্ড্রাস্ট্রির উন্নয়নে আজকের তারিখটি স্মরণীয় হয়ে থাকবে৷ গোটা বিশ্ব জানতে পারবে, মহাকাশ গবেষণায় উত্তর কোরিয়া কতদূর এগিয়ে গিয়েছে৷” কিম আবেদন জানিয়েছেন, এখন থেকে দেশের মহাকাশ ও উপগ্রহ গবেষণায় যেন নতুন ইঞ্জিনটি ব্যবহৃত হয়৷ যদিও মার্কিন গোয়েন্দাদের সন্দেহ, রাষ্ট্রসংঘের চোখে ধুলো দিয়ে নয়া ইঞ্জিনে চাপিয়ে কোরীয় ক্ষেপণাস্ত্রকে আরও দূরপাল্লার করার চেষ্টা চালাচ্ছেন কিম৷

Advertisement

উত্তর কোরিয়াকে যে কোনও লং রেঞ্জ মিসাইল পরীক্ষা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে রাষ্ট্রসংঘ৷ যদিও উত্তর কোরিয়ার দাবি, নয়া ইঞ্জিনটি অসামরিক কাজে ব্যবহার করা হবে৷ সে দেশের বৈজ্ঞানিকদের উদ্ধৃত করে জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, আগামী পাঁচ বছরে আরও বেশ কয়েকটি আর্থ অবজারভারভেশন স্যাটেলাইট লঞ্চ করা হবে৷ পিয়ংইয়ংয়ের পারমাণবিক গবেষণার উপর নিবিড়ভাবে নজরদারি চালিয়ে যেতে মার্কিন গোয়েন্দাদের নির্দেশ দিয়েছেন ইউএস সেক্রেটারি অফ স্টেট রেক্স টিলারসন৷

Advertisement

[একসঙ্গে চারটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার, আতঙ্ক বাড়ল ট্রাম্পের মুলুকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ