সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ফ্লাইট ইঞ্জিনে’ গোলোযোগে গতকাল রাশিয়ার (Russia) মাগাদন বিমানবন্দরে জরুরি অবতরণ করে সান ফ্রান্সিসকোগামী এয়ার ইন্ডিয়ার (Air India) বিমান। মাগাদনেই রাত কাটান ২১৬ জন যাত্রী। সেখানে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ উঠল। কোনওক্রমে স্থানীয় প্রশাসনের সাহায্যে নিকটবর্তী একটি গ্রামে রাখা হয় যাত্রীদের। ছোট একটি ঘরে ২০ জন যাত্রী ছিলেন বলে অভিযোগ। মেঝেতে তোশক শুতে দেওয়া হয় তাঁদের। ছিল না উপযুক্ত খাবার, ওষুধ। শৌচালয়ের অবস্থাও ছিল তথৈবচ। গোটা ঘটনায় অভিযুক্ত এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
সোমবার দিল্লি (Delhi) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয় এআই১৭৩-এ উড়ানটি। বিমানে ছিলেন ২১৬ জন যাত্রী। এছাড়াও পাইলট, কো-পাইলট-সহ বিমানকর্মী ছিলেন ১৬ জন। মাঝ আকাশে আচমকাই ‘ফ্লাইট ইঞ্জিনে’ (Flight Engine) গোলোযোগ ধরা পড়ে। বিপদ বুঝে বিন্দুমাত্র ঝুঁকি নেননি পাইলট। আমেরিকার শহর সান ফ্রান্সিসকোর বদলে নিকটবর্তী রাশিয়ার মাগাদনের এয়ার ট্রাফিক কন্ট্রোলকে উড়ানের সমস্যার কথা জানান। অনুমতিক্রমে মাগাদন বিমানবন্দরে বিমানটিকে নামান পাইলট।
[আরও পড়ুন: পরীক্ষা না দিয়েও পাশ, ভুয়ো সার্টিফিকেটে চাকরি! এসএফআইয়ের বিরাট ‘কেলেঙ্কারি’ কেরলে]
বিকল্প উড়ানের ব্যবস্থা হওয়া অবধি মাগাদনেই থাকার ব্যবস্থা হয় যাত্রীদের। সেখানে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ এনেছেন যাত্রীরা। ওই পরিস্থিতিতে ১৮ ঘণ্টা কাটান তাঁরা। যাত্রীদের ভাগাভাগি করে স্থানীয় স্কুল এবং কলেজ থাকার ব্যবস্থা করে মাগাদন প্রশাসন। এর মধ্যে একটি স্কুলে ২০ জন যাত্রীকে একটি ঘরে থাকতে দেওয়া হয় বলে অভিযোগ। শোয়ার ব্যবস্থা হয় মেঝেতে তোশক পেতে। ভাষা সমস্যাও অস্বস্তিতে ফেলে যাত্রীদের। গগন নামের এক যাত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, স্থানীয় আমিষ খাবার মুখে তুলতে পারছিলেন না যাত্রীরা। যাবতীয় লাগেজ এয়ারপোর্টে থাকায় প্রবীণ ব্যক্তিরা ওষুধটুকু খেতে পারেননি। শৌচালয়ের অবস্থাও ছিল অতি খারাপ। সব মিলিয়ে যাত্রী অভিযোগে মুখ পুড়েছে বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার।
Yesterday, @AirIndia flight 173 from Delhi to San Francisco was diverted to Magadan, in rural Russia w/ over 220, mostly elderly, passengers.
Sat in plane for 6 hrs & after 18 hrs now, no word from Air India, @MEAIndia.
Here is a just taken video from a jittery passenger : pic.twitter.com/n6qymnvXrc
— Tarun Shukla (@shukla_tarun) June 7, 2023
[আরও পড়ুন: ওড়িশা ট্রেন দুর্ঘটনা: সরকারি সাহায্যের লোভে জীবিত স্বামীকে ‘মৃত’ বলে দাবি মহিলার! তারপর…]
গগন জানিয়েছেন, ভাষা সমস্যা হলেও স্থানীয়দের ব্যবহারে যাত্রীরা খুশি হয়েছেন। যুবক আরও বলেন, আমি কলেজের হস্টেলে ছিলাম বলে খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু স্কুলে ছিলেন তারা নানা সমস্যায় পড়েন। এদিকে যাত্রীদের পরিস্থিতি জানিয়ে একটি ভিডিও টুইট করেছেন এক সাংবাদিক। সেখানে দেখা গিয়েছে, বাস্তবিক মেঝেতে তোশক পেতে শোয়ার ব্যবস্থা হয়েছে যাত্রীদের। সংস্থার তরফে জানানো হয়, আজকে ভারতীয় সময় দুপুর ১টার সময় রাশিয়ার মাগাদান থেকে মুম্বইয়ে উড়িয়ে আনা হবে আটকে পড়া যাত্রীদের। তারপর অন্য একটি বিমানে তাদের আমেরিকার সান ফ্রান্সিস্কোর উদ্দেশে উড়িয়ে নিয়ে যাওয়া হবে।