Advertisement
Advertisement

Breaking News

এখনও ‘নিখোঁজ’ কিং গ্যাং, রহস্যের আবহেই নতুন বিদেশমন্ত্রী নিয়োগ করল চিন

মাস খানেক হতে চলল 'নিখোঁজ' চিনের প্রাক্তন বিদেশ মন্ত্রী।

Now China names Wang Yi as new foreign minister and replaces ‘missing’ Qin Gang | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:July 25, 2023 6:27 pm
  • Updated:July 25, 2023 6:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিখোঁজ চিনের (China) বিদেশমন্ত্রী কিন গ্যাং (Qin Gang)! এই অবস্থায় তাঁর জায়গায় চিনের নতুন বিদেশমন্ত্রী হলেন ওয়াং ওয়াই (Wang Yi)। মঙ্গলবার নয়া বিদেশমন্ত্রীর নাম ঘোষণা করেছে বেজিং। উল্লেখ্যে, প্রায় মাস খানেক হতে গেল জনসমক্ষে দেখা য়ায়নি কিন গ্যাংকে। প্রশ্ন উঠছে, কোথায় আছেন তিনি? এত বড় পদে থাকা সত্ত্বেও কেনই বা এতদিন পর্দার আড়ালে রয়েছেন? সেই রহস্যের সমাধানের আগেই নতুন বিদেশমন্ত্রী নিয়োগ করল চিন।

চিনা সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দেশের শীর্ষ আইনসভা ওয়াং উইকে বিদেশমন্ত্রী হিসেবে নিয়োগের পক্ষে ভোট দিয়েছে। সেই বলেই তিনি শীর্ষপদে বসেছেন। যদিও প্রাক্তন বিদেশ মন্ত্রীর নিখোঁজ রহস্যের সমাধান হয়নি। সিএনএন সূত্রে খবর, ২৫ জুন বেজিংয়ে শ্রীলঙ্কা, ভিয়েতনাম এবং রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন কিন গ্যাং। তারপর থেকেই তাঁরে আর জনসমক্ষে দেখা যায়নি। সংবাদমাধ্যমে তাঁর শেষ উপস্থিতি ছিল রুশ বিদেশমন্ত্রকের ডেপুটি মিনিস্টার আন্দ্রে রুডেনকোর সঙ্গে। যিনি রাশিয়ায় ভাড়াটে সেনা ওয়াগনারের স্বল্পস্থায়ী বিদ্রোহের পরে চিনা আধিকারিকদের সঙ্গে দেখা করতে বেজিংয়ে এসেছিলেন।

Advertisement

[আরও পড়ুন: স্কুলের থেকে নিয়োগের ক্ষমতা ‘কেড়ে’ নিজেদের হাতে নিয়েছিলেন পার্থ-কল্যাণময়রা! বিস্ফোরক CBI]

প্রসঙ্গত, প্রাক্তন বিদেশমন্ত্রী কিনের নিখোঁজ হওয়ার জল্পনা উড়িয়ে দিয়েছিল বেজিং (Beijing)। সপ্তাহ খানেক আগে চিনা বিদেশমন্ত্রকের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছিল কিন গ্যাং অসুস্থ। তাই তিনি আসিয়ান সামিটে উপস্থিত তাকতে পারেননি। তবে এই ব্যাখ্যায় চিড়ে ভেজেনি। অনেকেই মনে করছেন, কিন গ্যাংয়ের জনসমক্ষে না আসার আসল কারণ গোপন করছে জিনপিং প্রশাসন। ৫৭ বছরের কিন গ্যাংকে চিনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেই বিবেচনা করা হয়। তার পরেও নিখোঁজ কেন? প্রশ্ন উঠছে।

Advertisement

[আরও পড়ুন: বিশ্বের ধনীতম ক্রীড়াবিদের প্রথম একশোয় বিরাট, তালিকায় মাত্র দু’জন এশিয়ান তারকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ