Advertisement
Advertisement

Breaking News

Population

চিনকে ছাপিয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত! বলছে রাষ্ট্রসংঘের সমীক্ষা

বর্তমানে ভারতের মোট জনসংখ্যা ১৪২ কোটি ৮৬ লক্ষ!

Now India Overtakes China As Most Populous Nation With 142.86 Crore People | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:April 19, 2023 3:48 pm
  • Updated:April 19, 2023 3:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরের শুরুতেই বেসরকারি সংস্থা ব্লুমবার্গ দাবি করেছিল, জনসংখ্যায় চিনকে (China) ছাপিয়ে গিয়েছে ভারত। এবার খোদ রাষ্ট্রসংঘের (United Nations) সমীক্ষায় একই দাবি করা হল। ওই সমীক্ষা অনুযায়ী, চিনের জনসংখ্যা কমা ও ভারতে বাড়ার কারণে শি জিন পিংয়ের দেশকে পিছনে ফেলে ভারতই এখন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। ইতিমধ্যে দুই দেশের জনসংখ্যার পার্থক্য ৩০ লক্ষেরও বেশি।

রাষ্ট্রসংঘের সমীক্ষার দাবি, বর্তমানে চিনের জনসংখ্যা ১৪২ কোটি ৫৭ লক্ষ। সেখানে ভারতের মোট জনসংখ্যা ১৪২ কোটি ৮৬ লক্ষ। ১৯৫০ সাল থেকে আনুষ্ঠানিক ভাবে জনসংখ্যা সমীক্ষা শুরু করেছে রাষ্ট্রসংঘ। গত বাহাত্তর বছরে প্রথমবার বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তকমা পেল ভারত। যা দীর্ঘদিন যাবৎ ছিল চিনের দখলে। সাম্প্রতিক সমীক্ষা মোতাবেক বিশ্বের তৃতীয় জনবহুল দেশ আমেরিকা (America)। সেখানে জনসংখ্যা ৩৪ কোটি।

Advertisement

[আরও পড়ুন: ফের সেই উন্নাও, জামিন পেয়েই নির্যাতিতার বাড়িতে আগুন ‘ধর্ষক’দের, ঝলসে গেল সন্তান ও বোন]

গত জানুয়ারিতে প্রকাশিত ন্যাশনাল ব্যুরো স্ট্যাটিস্টিকসের তথ্য অনুযায়ী, ১৪২ কোটির চিনে গত বছর জনসংখ্যা কমেছে ৮ লক্ষ ৫০ হাজার। সেখানে একই সময়ে জন্ম হয়েছে ৯৫ লক্ষ শিশুর। ১৯৫০ সালের পর যা সবচেয়ে কম। এছাড়া ২০২২ সালে কোভিড ও অন্য কারণে ১ কোটি ৪ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। আরও বলা হয়েছে, ২০২১ সালে চিনে জন্মহার কমে হয়েছে ১৩ শতাংশ হারে। উল্লেখ্য, ২০২২ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ১২ জানুয়ারি পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়ে ৬০ হাজার মানুষ মারা গিয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: ‘সব প্রান্তের সংস্কৃতি জানা দরকার’, সমলিঙ্গ বিবাহে এবার রাজ্যগুলির মত জানতে চাইল কেন্দ্র]

এছাড়াও দীর্ঘদিন যাবৎ ‘এক সন্তান নীতি’র উপরে জোর দেওয়ায় জনসংখ্যা হ্রাস পেয়েছে চিনে। তথ্য বলছে, ভারতেও আগের তুলনায় জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে। ২০১১ সালের পর এ দেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১.০২ শতাংশ, যা আগে ছিল ১.০৭ শতাংশ। তথাপি চিনের থেকে তা অনেকটাই বেশি। রাষ্ট্রসংঘের সমীক্ষা অবশ্য জানায়নি, ঠিক কোন সময়ে ভারতকে আনুষ্ঠানিক ভাবে সর্বাধিক জনবহুল দেশ হিসাবে স্বীকৃতি দেওয়া হবে। এর অন্যতম কারণ, ২০১১ সালের পর ভারতে জনগণনা হয়নি। ২০২১ সালে তা হওয়ার কথা থাকলেও কোভিডের কারণে পিছিয়ে যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ