Advertisement
Advertisement

সন্দেহের বশে কেন মারা হল গোরিলাকে, তোলপাড় বিশ্ব

গোরিলার খাঁচায় পড়ে যাওয়া চার বছরের শিশুটির জন্য কোনওভাবেই মার্কিন মুলুকের সিনসিনাটি চিড়িয়াখানার হারাম্বে নামে গোরিলাটি দায়ী নয়৷

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 31, 2016 6:48 pm
  • Updated:May 31, 2016 6:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোরিলার খাঁচায় পড়ে যাওয়া চার বছরের শিশুটির জন্য কোনওভাবেই মার্কিন মুলুকের সিনসিনাটি চিড়িয়াখানার হারাম্বে নামে গোরিলাটি দায়ী নয়৷ দায়ী যদি করতেই হয় তবে করা হোক একরত্তি শিশুটির অভিভাবকদের৷ তাঁদের অবিমৃশ্যকারীতার জন্যই খাঁচা টপকে শিশুটি গোরিলার এনক্লোজারের মধ্যে পড়ে যায়, এমন অভিযোগেই এখন তোলপাড় সারা বিশ্ব৷

গোরিলাকে গুলি করে মারার সিদ্ধান্ততে এখনও পর্যন্ত অনড়ই আছে সিনসিনাটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ৷ change.org ওয়েবসাইটে প্রায় দুই লক্ষ পিটিশন জমা হয়েছে৷ তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ যাই বলার চেষ্টা করুক না কেন শুধুমাত্র সন্দেহের বশে শিশুটির প্রাণ বাঁচাতে গোরিলার মৃত্যুকে কোনওভাবেই মেনে নিচ্ছে না পশুপ্রেমী সংগঠনগুলি৷ ইতিমধ্যেই ঘটনার প্রতিবাদে চিড়িয়াখানার সামনে মোমবাতি নিয়ে শান্তি মিছিল করেছেন জনা কুড়ি পশুপ্রেমী৷ শিশুটির অভিভাবকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছেন তাঁরা৷ তাঁদের আরও দাবি, শিশুটির অভিভাবকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত৷

Advertisement

শিশুকে বাঁচাতে গরিলাকে গুলি চিড়িয়াখানা কর্তৃপক্ষর

Advertisement

অন্যদিকে, শিশুটির মা দাবি করে মিশেল গ্রেগ নামে এক মহিলা ফেসবুকে দাবি করেছেন, এটি একটি দুর্ঘটনা এবং এর জন্য তাঁকে যেন দায়ী করা বন্ধ করা হয়৷ হারাম্বে নামে পুরুষ গোরিলার মৃত্যুতে শোক জানিয়েছে শিশুটির পরিবারও৷ সম্প্রতি ওহিও-র সিনসিনাটি চিড়িয়াখানায় ওয়েস্টার্ন লোল্যান্ড প্রজাতির গোরিলার খাঁচায় পড়ে যায় বছর চারেকের শিশুটি৷ এনক্লোজার এবং লোহার খাঁচার মধ্যবর্তী একটি পরিখায় গিয়ে পড়ে শিশুটি৷ পুরো ঘটনাটি দেখে হতভম্ব হয়ে পড়েন উপস্থিত দর্শকরা৷ শুরু হয়ে যায় হইচই৷ ইতিমধ্যে ছুটে আসেন চিড়িয়াখানার রক্ষীরাও৷ আচমকা দেখা যায় শিশুটিকে নিজের এনক্লোজারের দিকে টেনে নিয়ে যাচ্ছে হারাম্বে নামে ওই গোরিলাটি৷ ৪০০ কেজির পুরুষ গোরিলাটি শিশুটির কোনও ক্ষতি করে দিতে পারে ভেবে তাকে গুলি করে মেরে ফেলা হয়৷ চিড়িয়াখানা কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে ওঠে বিতর্কের ঝড়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ