BREAKING NEWS

১৬ চৈত্র  ১৪২৯  শুক্রবার ৩১ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

টাকা না পেয়ে খদ্দেরের পুরুষাঙ্গ কাটলেন যৌনকর্মী!

Published by: Sangbad Pratidin Digital |    Posted: May 21, 2016 3:24 pm|    Updated: May 21, 2016 3:25 pm

Painful revenge: Kenyan prostitute rips off man's penis for refusing to pay for sex

ছবি: প্রতীকী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাকা না পেয়ে খদ্দেরের পুরুষাঙ্গ কেটে নিলেন যৌনকর্মী। সম্প্রতি ঘটনাটি ঘটেছে কেনিয়ায়।
পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি কেনিয়ার রাস্তায় দাঁড়িয়ে থাকা এক যৌনকর্মীকে নিয়ে আসেন নিজের ফ্ল্যাটে। ব্যাপারটা মিটে যাওয়ার পর যখন ওই যৌনকর্মী টাকা চান, তখনই সমস্যা শুরু হয়।
ব্যক্তিটির দাবি ছিল, ওই যৌনকর্মী অনেক বেশি টাকা চাইছেন। এত টাকা কখনই পাওনা হয় না। এই নিয়ে তর্কাতর্কি বাড়তে থাকে। শেষে একটা ধারালো ছুরি দিয়ে ব্যক্তিটির পুরুষাঙ্গ কেটে নেয় ওই যৌনকর্মী। তার পর, যৌনাঙ্গটাকে একটা কাগজের খামে ভরে নিয়ে চলে যায়।
ব্যক্তিটির আর্ত চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। এসে দেখেন, ব্যক্তিটি রক্তাক্ত অবস্থায় ছটফট করতে করতে চিৎকার করছেন। তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে ওই ব্যক্তিটিকে নিয়ে যায় নিকটবর্তী হাসপাতালে।
পুলিশ আপাতত ঘটনাটির তদন্ত করছে। খোঁজ চলছে ওই যৌনকর্মীর। যদিও তাকে শহরে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনার পরেই সে পালিয়ে গিয়েছে শহর ছেড়ে।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে