Advertisement
Advertisement

Breaking News

বড়দিনের শুভেচ্ছা জানানোয় খুনের হুমকি পাক সমাজকর্মীকে

খ্রিষ্টান মহিলাকে সমর্থনের জন্য শান তাসিরের বাবাকে গুলি করে খুন করে তাঁর দেহরক্ষী৷

Pak activist threatened death for Christmas message
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 3, 2017 7:10 pm
  • Updated:January 3, 2017 7:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি ইসলাম ধর্মালম্বী৷ তার উপর পাকিস্তানের অধিবাসী৷ অথচ ২৫ শে ডিসেম্বর, বড়দিনের দিন তিনি কিনা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন!  আর এখানেই খান্ত হননি, বড়দিনের প্রার্থনায় তিনি সকলকে অংশগ্রহণ করতেও বলেন৷ পাকিস্তানের মাটিতে সেদেশের একজন সমাজকর্মী হয়ে শান তাসির এই পদক্ষেপ কীভাবে করতে পারে, সেই অভিযোগেই তাঁকে খুনের হুমকি দিল সেদেশের কট্টরপন্থীরা৷

যদিও শান তাসিরের এই ফেসবুক বার্তার বিষয়ে ইতিমধ্যেই ধর্মনিন্দা আইনে তদন্ত শুরু করেছে পাকিস্তান পুলিশ৷ প্রসঙ্গত, ২০১১-য় এই একই আইনে মৃত্যুদণ্ড হয়েছিল সমাজকর্মী শান তাসিরের বাবা সলমন তাসিরেরও৷ তিনি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গর্ভনর ছিল৷ একজন খ্রিষ্টান মহিলাকে সমর্থনের জন্য সলমন তাসিরকে গুলি করে খুন করে তাঁর দেহরক্ষী৷ ধর্মনিন্দা আইনের সংশোধনের দাবি তুলে ওই আইনেই মৃত্যুদণ্ড হয়েছিল আয়েশা বিবি নামে এক মহিলার৷ শুধু তাই নয়, আয়েশা বিবির মাও গত ৫ বছর ধরে জেলবন্দি রয়েছেন একজন মুসলিম মহিলার সঙ্গে এক বাটি জল নিয়ে ঝগড়া করার জন্য৷

Advertisement

এদিকে শান তাসির জানাচ্ছেন, কট্টর মুসলিম দর্শনেই অনুপ্রাণিত হয়েই তাঁর বাবাকে খুন করেছিল মুমতাজ কোয়াদ্রি নামে তাঁর বাবার দেহরক্ষী৷ তাই তাঁকেও ভয় দেখিয়ে তাঁর বাবার খুনি মুমতাজ কোয়াদ্রির ছবি তাঁকে মুসলিম কট্টরপন্থীরা পাঠিয়েছেন বলে অভিযোগ৷ তাঁর আরও অভিযোগ, ছবির সঙ্গে লিখে পাঠানো হয়েছে যে মুমতাজ কোয়াদ্রী তাঁর জন্যও অপেক্ষা করছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ