Advertisement
Advertisement

কান্দিল হত্যায় গ্রেফতার অভিযুক্ত ভাই

মৃত্যুর আগে নিজের স্ট্যাটাসে কেন বারবার নিজেকে প্রমাণ করতে চাইছিলেন কান্দিল?

Pak Internet Star Qandeel Baloch's Brother Arrested For Her Murder
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 17, 2016 12:15 pm
  • Updated:July 17, 2016 12:45 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে কান্দিল বালোচ হত্যা কান্ডে তাঁর ভাইকে গ্রেফতার করল পাকিস্তান পুলিশ৷ কান্দিলের বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে ওয়াসিম আজিমকে৷ ওয়াসিমই মুলতানের বাড়িতে ঘুমের মধ্যে কান্দিলকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে দাবি তাঁদের৷

খোলামেলা স্বভাবের জন্যই পাকিস্তানে পরিচিতি কান্দিলের৷ সোশাল মিডিয়ায় তাঁর ফলোয়ারের সংখ্যা প্রচুর৷ শুধুমাত্র টুইটারে তাঁকে ফলো করেন প্রায় ৪০ হাজার মানুষ৷ ফেসবুকে সেই সংখ্যাটা প্রায় ৭ লক্ষ৷ কয়েকদিন আগেই ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলিকে সোশ্যাল মিডিয়ায় প্রেম নিবেদন করে এদেশেও নিজের নাম প্রচারে সক্ষম হন পাক-সুন্দরী৷

Advertisement

কিন্তু, কয়েকদিন ধরেই নিজের স্বাধীন নারী সত্ত্বাকে বারবার তুলে ধরছিলেন সোশাল মিডিয়ায়৷ মৃত্যুর ঠিক আগে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন, “যতবারই আমায় দমানোর চেষ্টা করা হোক না কেন, আমি একজন ফাইটার ঘুরে দাঁড়াবই৷”

Advertisement

এদিকে কান্দিলের মৃত্যু নিয়ে দ্বিধাবিভক্ত পাকিস্তান৷ একদিকে এই হনার কিলিং নিয়ে উচ্ছ্বসিত মৌলবাদীরা৷ অন্যদিকে কান্দিলকে ‘শহিদ’ আখ্যা দিয়ে প্রচার চালাচ্ছে মুক্ত বিচার ধারার সমর্থকরা৷ এ নিয়ে তর্ক জমেছে টুইটারেও৷ উপমহাদেশে মহিলাদের সম্মান যে পুরুষদের হাতেই সে কথা বলেন অভিনেত্রী রিচা চাড্ডা৷ আর তাই এখনও ঘটে চলে অনার কিলিংয়ের ঘটনা৷ সে কারণে তাঁকে রীতিমতো সমালোচনারও শিকার হতে হয়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ