Advertisement
Advertisement

Breaking News

কাশ্মীর নিয়ে ব্যর্থ সমস্ত ষড়যন্ত্র, এবার NRC ইস্যুতে নয়াদিল্লিকে আক্রমণ ইমরানের

মুসলিম সম্প্রদায়কে নির্মূল করার চেষ্টা করছে মোদি সরকার, অভিযোগ পাক প্রধানমন্ত্রীর৷

Pak PM Imran Khan raises his voice on NRC issue against India
Published by: Tanujit Das
  • Posted:August 31, 2019 4:24 pm
  • Updated:August 31, 2019 4:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর দেশেই অত্যাচারিত সংখ্যালঘুরা৷ বালোচিস্তানের নাগরিকদের উপর অকথ্য নির্যাতন চালাচ্ছে তাঁর দেশের সেনা৷ গলা পর্যন্ত ঋণে ডুবে রয়েছে তাঁর অধীনস্থ সরকার৷ দেশের আর্থিক অগ্রগতি তলানিতে এসে ঠেকেছে৷ কিন্তু সেদিকে নজর নেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের৷ বরং ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়েই বেশি ব্যস্ত তিনি৷ যার প্রমাণ পাওয়া গেল শনিবার৷ এদিন এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের পরেই নয়াদিল্লিকে নিশানা করলেন তিনি৷ অভিযোগ করলেন, ভারতে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের মানুষদের নির্মূল করার চেষ্টা করছে মোদি সরকার৷

[ আরও পড়ুন: জোর করে শিখ কিশোরীর ধর্মান্তকরণ, অভিযুক্ত হাফিজ সইদের জঙ্গি সংগঠনের সদস্য ]

Advertisement

শনিবার এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের পর একটি উসকানিমূলক টুইট করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ দেশি-বিদেশি সংবাদমাধ্যমের খবর টুইট করে আন্তর্জাতিক মহলে ভারতকে কালিমালিপ্ত করতে চান তিনি৷ ভারতে সংখ্যালঘুরা নির্যাতিত এটাই বোঝানোর চেষ্টা করেন তিনি৷ টুইটারে ইমরান লেখেন, ‘‘ভারত এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে খবর আসছে মোদি সরকার কীভাবে মুসলিম সম্প্রদায়কে জাতিগতভাবে নির্মূল করতে চাইছে।’’ কাশ্মীরের পর, এনআরসি ইস্যুতে পাক প্রধানমন্ত্রীর এই ধরনের উসকানিমূলক টুইটকে যদিও একটা ব্যর্থ চেষ্টা বলেই দাবি করেছে আন্তর্জাতিক মহল৷

Advertisement

[ আরও পড়ুন: মাঝরাতে খাদে পড়ল বাস, দুর্ঘটনায় নিহত অন্তত ২৪ ]

ওয়াকিবহাল মহলের প্রশ্ন, ভারতে বসবাসকারী মুসলিম সমাজের উপর পাক প্রধানমন্ত্রীর এত দরদ থাকলেও, চিনের ক্ষেত্রে কেন বিরূপ দৃষ্টি পোষণ করেন ইমরান৷ চিনে দীর্ঘদিন ধরে উইঘুর মুসলিমদের উপর যেভাবে অকথ্য অত্যাচার চলছে, তার বিরুদ্ধে কেন সুর চড়াচ্ছেন না ইমরান খান৷ দিনের পর দিন উইঘুর মুসলিমদের ডিটেনশন ক্যাম্পে রেখে দিলেও, পাক প্রধানমন্ত্রী চুপ কেন রয়েছেন৷ তিনি কেন প্রতিবাদ করছেন না? আন্তর্জাতিক মহলে কেন অভিযোগ করছেন না?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ