Advertisement
Advertisement

Breaking News

ভারত থেকে তুলো এবং সবজি আমদানি বন্ধ করল পাকিস্তান

ভারত থেকে তুলো না এলে বিপুল ক্ষতির মুখে পড়বেন পাক ব্যবসায়ীরা৷

Pak suspended import of cotton, vegetables from India
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 27, 2016 1:21 pm
  • Updated:November 27, 2016 1:21 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাক সীমান্তের উত্তাপের আঁচ এবার পড়ল দুই দেশের বাণিজ্যেও৷ ভারতের থেকে তুলো এবং কৃষিজাতীয় সব ধরনের পণ্য আমদানি আপাতত বন্ধ করে দিল পাকিস্তান৷

ভারত থেকে ওয়াগা সীমান্ত দিয়ে তুলো এবং কৃষিজাতীয় দ্রব্য করাচিতে পৌঁছত৷ তবে আপাতত তাতে রোক লাগানো হয়েছে বলে জানিয়েছেন কৃষি সংরক্ষণ বিভাগের (ডিপিপি) আধিকারিকরা৷ পাক সংবাদপত্র ডনের খবর অনুযায়ী, তুলো আমদানিকারীদের অভিযোগ, কোনও আগাম ঘোষণা বা লিখিত নোটিশ ছাড়া হঠাৎ করেই আমদানি রুখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান৷

Advertisement

ডিপিপি বিভাগের প্রধান ইমরান শামি জানান, স্থানীয় কৃষকদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ পাকিস্তানে যে পরিমাণ সবজি উৎপাদন হয়, তা এ দেশের বাজারের জন্য যথেষ্ট৷ শুধুমাত্র ভবিষ্যতের কথা ভেবেই ভারত থেকে পণ্য আমদানি করে মজুত রাখা হয়৷ তবে তুলো আমদানি পুরোপুরি বন্ধ হচ্ছে না বলে জানান তিনি৷ ভারত-পাক সীমান্তের লাগাতার অশান্তির কারণে অনির্দিষ্টকালের জন্য তা স্থগিত করে দেওয়া হয়েছে৷ ওয়াগা সীমান্ত দিয়ে তুলো আমদানি করা যাবে না৷ সেক্ষেত্রে ভবিষ্যতে শুধুমাত্র তাঁরাই তুলো আমদানি করতে পারবেন, যাঁদের কাছে সরকারি শংসাপত্র থাকবে৷ গত বৃহস্পতিবার সীমান্তে ১১টি তুলো বোঝাই ট্রাককে আটকে দেওয়া হয়েছিল৷ ভারত থেকে তুলো না এলে বিপুল ক্ষতির মুখে পড়বেন পাক ব্যবসায়ীরা৷ জোগানের অভাবে এক ঝটকায় বেড়ে যেতে পারে তুলোর দামও৷ ফলে পাক প্রশাসনের এমন হটকারি সিদ্ধান্তে বেশ বিপাকে পড়েছেন পাকিস্তানের সাধারণ মানুষ৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ