Advertisement
Advertisement

Breaking News

মার্কিন চাপে ২৬/১১ চক্রীদের বিরু‌দ্ধে শুনানি শুরু পাকিস্তানে

এই ঘটনাকে ভারতীয় কূটনীতিকদের ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বড় সাফল্য বলে মনে করছে নয়াদিল্লি৷

Pakistan Anti-Terror Court Summons 7 Witnesses In 26/11 Case
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 9, 2016 11:02 am
  • Updated:August 26, 2019 4:28 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গি সংগঠনগুলি নিয়ে পাকিস্তান কোনও পছন্দ-অপছন্দ করতে পারবে না বলে স্পষ্ট জানিয়ে দিল আমেরিকা৷ আমেরিকার হুঁশিয়ারি, যারা পাকিস্তানের প্রতিবেশী ভারতে নাশকতা চালাচ্ছে, সন্ত্রাস ছড়াচ্ছে, মানুষ মারছে- সেই সব জঙ্গি সংগঠনগুলিকে দমন ও ধ্বংস করতে হবে পাকিস্তানকেই৷ তাদের বিরু‌দ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে৷ ওয়াশিংটনের হুঁশিয়ারি, জঙ্গি সংগঠনগুলি নিয়ে কোনও ভাল-মন্দ নির্বাচন করতে পারবে না পাকিস্তান৷ কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠীর সমর্থনে নিজের মতো যুক্তিও সাজাতে পারবে না৷ দৈনিক সাংবাদিক সম্মেলনের সময় বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে পাকিস্তান প্রশ্নে সরাসরি ওই কথাগুলি বলেন হোয়াইট হাউসের সহকারী মুখপাত্র মার্ক টোনার৷ তাঁর কথায়, পাকিস্তানের মাটিতে আশ্রয় নিয়ে, পাকিস্তানের পরিকাঠামো ব্যবহার করে কোনও জঙ্গি সংগঠন যাতে ভারত ও আফগানিস্তানে সন্ত্রাস ছড়াতে না পারে তা নিশ্চিত করতে হবে পাকিস্তানকেই৷ এ ব্যাপারে ইসলামাবাদ ভাল-মন্দ, পছন্দ অপছন্দ কোনও বাছবিচার করতে পারবে না৷ ব্যবস্থা নিতে হবে সব সংগঠনের বিরু‌দ্ধেই৷
আমেরিকার এই হুঁশিয়ারির হাতে-নাতে ফল মিলল৷ মার্ক টোনার কড়া বার্তা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই মুম্বইয়ে জঙ্গি হামলার মাস্টারমাইন্ডদের বিরু‌দ্ধে নোটিস জারি করল পাক আদালত৷ ২৬/১১ কাণ্ডে জড়িত লস্কর-ই-তইবার কমান্ডার জাকিউর রহমান লখভি-সহ সাত জঙ্গি নেতার বিরু‌দ্ধে সমন জারি করল ইসলামাবাদের সন্ত্রাস দমনকারী আদালত৷ তাদের বিরু‌দ্ধে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ সেপ্টেম্বর তাদের বিরু‌দ্ধে মামলার শুনানি হবে৷ তাই ওই দিন তাদের বাধ্যতামূলকভাবে আদালতে উপস্থিত থাকতে হবে৷
এই ঘটনাকে ভারতীয় কূটনীতিকদের ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বড় সাফল্য বলে মনে করছে নয়াদিল্লি৷ কারণ, লখভি-সহ মুম্বই হামলার চক্রীরা এক বছর আগে জামিন পায়৷ তারপর থেকে তারা অজ্ঞাত জায়গায় গা-ঢাকা দিয়ে রয়েছে৷ ভারতের অভিযোগ ছিল, আইএসআইয়ের ছত্রচ্ছায়াতেই নিরাপদে রয়েছে লখভি আর তার শাগরেদরা৷ অন্যদিকে, বৃহস্পতিবার মার্ক টোনারকে প্রশ্ন করা হয়, লস্কর-ই-তৈবার রাজনৈতিক শাখা জামাত-উদ-দাওয়ার প্রধান ও মুম্বইয়ে হামলার আরেক মাস্টারমাইন্ড হাফিজ মহম্মদ সইদ দাবি করেছেন, চিন-পাকিস্তান জোটকে জব্দ করতেই ভারতের সঙ্গে সামরিক চুক্তি করে জোট বেঁধেছে আমেরিকা৷ ভারত-মার্কিন জোটের লক্ষ্যই হল, চিন-পাকিস্তান ইকোনমিক করিডরের ক্ষতি করা৷ ইজরায়েল ও ভারতকে নিয়ে এশিয়ায় মুসলমান বিরোধী জোট তৈরি করেছে আমেরিকা৷ হাফিজের এই দাবি নিয়ে আমেরিকার কী বক্তব্য? জবাবে টোনার মাছি তাড়ানোর ভঙ্গিতে তা উড়িয়ে দিয়ে বলেন, কোনও বিশেষ জনগোষ্ঠী বা দেশকে লক্ষ্য করে. ভারত-মার্কিন সখ্য গড়ে ওঠেনি৷ এটা স্বাভাবিক ও সময়ের দাবি মেনেই তৈরি হয়েছে বৃহত্তর কারণে৷ এজন্য কোনও ব্যক্তি বা দেশ উদ্বিগ্ন হলে সেটা তাদের সমস্যা৷ তাছাড়া সন্ত্রাস দমনে এখনও পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েই কাজ করছে মার্কিন সেনাবাহিনী৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ