BREAKING NEWS

১৫ চৈত্র  ১৪২৯  বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

নতুন ধরনের পারমাণবিক অস্ত্র বানাচ্ছে পাকিস্তান, দাবি আমেরিকার

Published by: Sangbad Pratidin Digital |    Posted: February 14, 2018 2:42 pm|    Updated: February 14, 2018 2:42 pm

Pakistan developing new types of nuclear weapons: US

মার্কিন গোয়েন্দা প্রধানের দাবিতে দিল্লির অলিন্দে ছড়াল উদ্বেগ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি করছে পাকিস্তান। এবার এই বিস্ফোরক তথ্য ফাঁস করল আমেরিকা। সন্ত্রাস-সহ একাধিক ইস্যুতে সম্প্রতি ওয়াশিংটন-ইসলামাবাদ সম্পর্ক আদায়-কাচকলায়। ইতিমধ্যে পাকিস্তানকে সামরিক খাতে আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করেছে ট্রাম্প প্রশাসন। এমনই পরিস্থিতিতে মার্কিন গোয়েন্দা প্রধানের দাবিতে দিল্লির অলিন্দে শোরগোল পড়ে গিয়েছে।

[নিরাপত্তায় গলদ, জঙ্গিদের নাগালেই পাক পরমাণু বোমা]

এদিন পাকিস্তানের মুখোশ খুলে দেন আমেরিকার ‘ন্যাশনাল ইন্টেলিজেন্স’-এর প্রধান ড্যান কোটস। মার্কিন কংগ্রেসে তিনি জানান, স্বল্পপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে পাকিস্তান। এর ফলে আঞ্চলিক স্থিতাবস্থা নষ্ট হতে পারে। তৈরি হতে পারে পরমাণু যুদ্ধের পরিস্থিতি। গোপন কেন্দ্রে সমুদ্র ও মাটি থেকে পরমাণু হামলায় সক্ষম ক্রুজ মিসাইল বানাচ্ছে পাকিস্তান। এছাড়াও দূরপাল্লার পারমাণবিক মিসাইল ও তৈরি করছে দেশটি। শুধু তাই নয় এদিন উত্তর কোরিয়ার থেকে আসা বিপদের বিষয়েও জানান তিনি। মার্কিন গোয়েন্দা প্রধানের এহেন রিপোর্টে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে ভারতের প্রতিরক্ষা মহলে। সন্ত্রাসের আবহে যেকোনও মুহূর্তে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ভারত ও পাকিস্তান। ফলে ক্রমশই বাস্তব হয়ে উঠছে পরমাণু যুদ্ধের আশঙ্কা।

ইতিমধ্যেই একাধিকবার ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্রের ব্যবহারে হুমকি দিয়েছে পাকিস্তান। তাদের দাবি, ভারতের ‘কোল্ড স্টার্ট’ ডকট্রাইনে জল ঢেলে দেবে স্বল্প দূরত্বের পারমাণবিক মিসাইল৷ ভারত হামলা করলে ওই পারমাণবিক মিসাইলের সাহায্যে পালটা হামলা চালানো হবে৷ এমন পরিস্থিতিতে মার্কিন রিপোর্টে ছড়িয়েছে উদ্বেগ। উল্লেখ্য, সদ্য কাশ্মীরে সেনার ছাউনিতে হামলা চালায় পাক জঙ্গিরা। ওই হামলায় শহিদ হন সাত জওয়ান। তারপরই পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দেয় ভারত। সব মিলিয়ে ক্রমেই যুদ্ধের দিকে এগিয়ে চলেছে দুই দেশ।

ইতিমধ্যে চিন ও পাকিস্তানকে নজরে রেখে প্রতিরক্ষায় বড়সড় সিদ্ধান্ত নিল মোদি সরকার। মঙ্গলবার সেনার তিন বাহিনীর জন্য ৭ লক্ষ ৪০ হাজার অ্যাসল্ট রাইফেল কেনার প্রস্তাব অনুমোদন করল প্রতিরক্ষামন্ত্রক। সীমান্ত এলাকায়, সন্ত্রাস দমন অপারেশনে যুক্ত জওয়ানদের হাতে এই উচ্চ ক্ষমতাসম্পন্ন অ্যাসল্ট রাইফেলগুলি তুলে দেওয়া হবে।

[ভারতের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি পাক প্রধানমন্ত্রীর]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে