সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুরের হাতের কাছেই রয়েছে ‘ব্রহ্মাস্ত্র’। এক মুহূর্তে সেই অস্ত্র ডেকে আনতে পারে প্রলয়। পৌরাণিক ‘ব্রহ্মাস্ত্র’ না হোক, কিন্তু সন্ত্রাসবাদীদের নাগালেই রয়েছে পারমাণবিক অস্ত্র। মার্কিন সংস্থার রিপোর্টে উঠে এল এমনই এক ভয়াবহ তথ্য।
[ভারতের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি পাক প্রধানমন্ত্রীর]
সম্প্রতি, পারমাণবিক অস্ত্রের সুরক্ষা সংক্রান্ত একটি সমীক্ষা চালায় ‘ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্ট’ বা এফএএস। আন্তর্জাতিক মহলের উদ্বেগ বাড়িয়ে ওই সমীক্ষায় উঠে এসেছে এক ভয়ঙ্কর তথ্য। রিপোর্ট মোতাবেক, পাকিস্তানের স্বল্পপাল্লার স্ট্র্যাটেজিক পারমাণবিক মিসাইলগুলির নিরাপত্তায় ব্যাপক গলদ রয়েছে। ফলে, যে কোনও মুহূর্তে ওই অস্ত্র জঙ্গিদের হাতে চলে যেতে পারে। উল্লেখ্য, ভারতের বিরুদ্ধে ব্যবহার করার জন্যই ওই পারমাণবিক অস্ত্রগুলি তৈরি করেছে পাকিস্তান। এমনটাই দাবি খোদ পাক প্রধানমন্ত্রী শাহিদ আব্বাসির।
বিখ্যাত মার্কিন পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞ হান্স ক্রিস্টেনসন দাবি করেছেন, ন’টি গোপন ঠিকানায় কৌশলগত পারমাণবিক মিসাইলগুলি লুকিয়ে রেখেছে পাকিস্তান। ওই ঠিকানায় রয়েছে মিসাইল লঞ্চার, রাডার ইউনিট-সহ পরমাণু হামলার সমস্ত সরঞ্জাম। যুদ্ধে অস্ত্রগুলি দ্রুত ব্যবহার করার জন্য সেগুলির নিরাপত্তা ততটা আঁটসাঁট রাখা হয়নি। ফলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার সময় অস্ত্রগুলির দখল নিতে পারে সন্ত্রাসবাদীরা। এবং এমনটা হলে ফল হবে ভীষণ। মার্কিন সংস্থাটির রিপোর্টে আরও বলা হয়েছে, এই মুহূর্তে পাকিস্তানের কাছে রয়েছে প্রায় ১৩৫টি পরমাণু বোমা। দ্রুত আরও বোমা বানাচ্ছে ওই দেশ।
[পাকিস্তানকে ‘জঙ্গিস্তান’ বলে রাষ্ট্রসংঘে আক্রমণ ভারতের]
সংঘর্ষবিরতি ও সন্ত্রাসবাদ ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। নজিরবিহীনভাবে রাষ্ট্রসংঘে পাকিস্তানকে ‘জঙ্গিস্তান’ বলে তোপ দেগেছে ভারত। কয়েকদিন আগেই পারদ চড়িয়ে পরমাণু অস্ত্রের আস্ফালন করেন পাক প্রধানমন্ত্রী শাহিদ আব্বাসি৷৷ তাঁর দাবি, ভারতের ‘কোল্ড স্টার্ট’ ডকট্রাইনে জল ঢেলে দেবে স্বল্প দূরত্বের পারমাণবিক মিসাইল৷ ভারত হামলা করলে ওই পারমাণবিক মিসাইলের সাহায্যে পালটা হামলা চালানো হবে৷ প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, পাকিস্তানের উসকানিমূলক কাজে ক্রমশ যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে দুই পারমাণবিক অস্ত্রধর দেশ। এমনই পরিস্থিতিতে মার্কিন সংস্থার রিপোর্টে ছড়িয়েছে উদ্বেগ।