Advertisement
Advertisement

সন্ত্রাসবাদের বিরুদ্ধে বেশি লড়েছে পাকিস্তান, আত্মপক্ষ সমর্থনে যুক্তি ইমরানের

মার্কিন নির্দেশিকা না মানার বার্তা পাক প্রধানমন্ত্রীর৷

 Pakistan PM Imran Khan talks on US order

ইমরান খান

Published by: Tanujit Das
  • Posted:November 27, 2018 6:35 pm
  • Updated:November 27, 2018 6:35 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ”সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তান যে লড়াই করেছে, বিশ্বের কোনও দেশ তেমন করেনি৷” জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মার্কিন নির্দেশিকা পৌঁছানোর পরই আত্মপক্ষ সমর্থনে এমন বিবৃতি দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ পাশাপাশি, পাক প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন যে, মার্কিন নির্দেশিকা কোনওভাবেই মানছেন না তাঁরা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনও ধরনের পদক্ষেপ এখনই গ্রহণ করছে না ইসলামাবাদ৷

[মুম্বই হামলার চক্রীরা অধরা কেন? ফের পাকিস্তানকে চাপ আমেরিকার]

Advertisement

সোমবারই একদশক পূর্ণ হয়েছে ২৬/১১ মুম্বই হামলার৷ কিন্তু এখনও পাকিস্তানের মাটিতে শান্তিতে বাস করছে এই ভয়ংকর হামলার মূলচক্রীরা৷ এই অবস্থায় সোমবার পাকিস্তানকে নিশানা করে আমেরিকা৷ সমস্ত জঙ্গি সংগঠনকে শীঘ্রই সমূলে বিনাশ করার নির্দেশ দেয় পেন্টাগন৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে পেন্টাগন মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল কোনে ফকনার বলেন, “আমরা ক্রমাগত পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করছি, যাতে হাক্কানি নেটওয়ার্ক-সহ লস্কর-ই-তইবার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেন তাঁরা৷” পাশাপাশি, লস্কর-ই তইবা ও তার শাখা সংগঠনগুলিকে নিষিদ্ধ ঘোষণা করার জন্যও পাকিস্তানের উপর চাপ বাড়ায় আমেরিকা। ফকনারের এই নির্দেশিকার পরেই মুখ খোলেন পাক প্রধানমন্ত্রী৷

Advertisement

[স্যানিটারি ন্যাপকিনের নেশায় বুঁদ ইন্দোনেশিয়ার তরুণ প্রজন্ম!]

এখানেই শেষ নয়, সোমবার পাক প্রধানমন্ত্রী আরও বলেন, “ঘাম-রক্ত ঝড়িয়ে এবং অর্থ নয়ছয় করে এতদিন পাকিস্তান নিজের ভূখণ্ডে অন্যের চাপিয়ে দেওয়া যুদ্ধ করেছে৷ যা এবার থেকে তাঁরা আর করবে না৷” আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, এই বক্তব্যের মাধ্যমে আসলে ইমরান খান ইঙ্গিত করেছেন আফগান যুদ্ধের সময় মার্কিন চাপের মুখে পাকিস্তানের সন্ত্রাস-বিরোধী অভিযানকে৷ কারণ, ওই যুদ্ধে যোগ দেওয়ার কারণে পাকিস্তান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়৷ কিন্তু ইসলামাবাদকে কোনওদিনই ন্যূনতম কৃতিত্ব দেয়নি আমেরিকা৷ ফলে সেই ক্ষোভ থেকেই প্রধানমন্ত্রী ইমরানের এই বক্তব্য বলে মত ওয়াকিবহাল মহলের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ