Advertisement
Advertisement

Breaking News

FATF থেকে বাদ দিতে হবে ভারতকে, পিঠ বাঁচাতে দাবি ইমরান প্রশাসনের

সংস্থার কাছে দাবি পেশ করলেন পাকিস্তানের অর্থমন্ত্রী৷

 Pakistan seeks India's removal from FATF
Published by: Tanujit Das
  • Posted:March 10, 2019 2:45 pm
  • Updated:March 10, 2019 2:45 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিন্যানশিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) এশিয়া-প্যাসিফিক জয়েন্ট গ্রুপে ভারতের সদস্যপদ বাতিল করতে হবে৷ আন্তর্জাতিক এই সংস্থাটির কাছে এমনই অদ্ভুত দাবি পেশ করল পাকিস্তান৷ শনিবার এই মর্মে এফএটিএফের প্রেসিডেন্টের কাছে একটি চিঠিও লিখলেন সেদেশের অর্থমন্ত্রী আসদ উমর৷ আন্তর্জাতিক মহলের মতে, কিছুটা নিজেদের তাগিদে পিঠ বাঁচাতেই এমন পদক্ষেপ নিয়েছে ইমরান প্রশাসন৷

[ইমরানের সাংসদ পদ বাতিলের দাবি উঠল পাকিস্তানে]

Advertisement

সূত্রের খবর ওই আপত্তিকর চিঠিতে পাক মন্ত্রী লিখেছেন, এই সংস্থার নজরদারি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে ভারতকে এশিয়া-প্যাসিফিক জয়েন্ট গ্রুপ থেকে বাদ রাখা প্রয়োজন৷ সেই স্থানে অন্য যেকোনও দেশকে সদস্য করা যেতে পারে৷ কিন্তু ভারত নয়৷ সন্ত্রাসবাদী সংগঠনগুলির অর্থের উৎসের বিষয়ে নজরদারি চালায় এই আন্তর্জাতিক সংগঠন৷ পাকিস্তানের উপরেও নজরদারি চালাচ্ছে সংগঠনটি৷ সূত্রের খবর, গত ১৮ ফেব্রুয়ারি এফএটিএফ-এর ইন্টারন্যাশনাল কো-অপারেশন রিভিউ গ্রুপের (আইসিআরজি) বৈঠকে পুলওয়ামা ইস্যুতে পর্যুদস্ত করেছে ভারত৷ সন্ত্রাসবাদীদের অর্থ সাহায্য জোগাচ্ছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই৷ এই অভিযোগে ইসলামাবাদের বিরুদ্ধে সরব হয় নয়াদিল্লি৷ জানা গিয়েছে, চিঠিতে সেই প্রসঙ্গও টেনে এনেছেন পাকিস্তানের অর্থমন্ত্রী আসদ উমর৷ জানিয়েছেন, আইসিআরজি বৈঠকে ভারতের উপস্থিতি ইসলামাবাদের পক্ষে সুখকর নয়৷

Advertisement

[খলিস্তানপন্থীদের হামলার শিকার প্রবাসী ভারতীয়রা, লন্ডনে চাঞ্চল্য]

প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জইশ হানার পর ১৮ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত একটি বিশেষ বৈঠকে বসেছিল এফএটিএফ৷ জানা গিয়েছে, সন্ত্রাসবাদ এবং এর অর্থের উৎসকে নির্মূল করতে পাকিস্তানের যে ভূমিকা, উক্ত বৈঠকে সেই বিষয়ে অসন্তোষ প্রকাশ করে সংস্থাটি৷ কালো তালিকাভুক্ত না করলেও, ‘গ্রে লিস্টেড’ দেশের তালিকায় এখনও পাকিস্তানকে রেখে দেওয়া হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ