BREAKING NEWS

১৪ চৈত্র  ১৪২৯  বুধবার ২৯ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

আরও বিপাকে ইমরান খান, প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এবার দায়ের সন্ত্রাসের মামলা

Published by: Sucheta Sengupta |    Posted: March 19, 2023 9:20 pm|    Updated: March 19, 2023 9:36 pm

Pakistani police file terrorism charges against Imran Khan | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন করে বিপাকে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। এবার তাঁর বিরুদ্ধে সন্ত্রাসের (Terrorism) মামলা দায়ের করল পাক পুলিশ। শুধু ইমরান নন, তাঁর ঘনিষ্ঠ ১৭ জন এবং পিটিআই সমর্থকদের বিরুদ্ধ দায়ের হয়েছে একই মামলা। এবার কি তবে গ্রেপ্তার হবেন ইমরান খান? তুঙ্গে জল্পনা।

তোষাখানা মামলায় শনিবার প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু আদালতের বাইরেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে (Clash) জড়িয়ে পড়েন তাঁর অনুগামীরা। তা ব্যাপক আকার নেয়। ইমরান সমর্থকদের বোমা, পাথর ছোঁড়াছুঁড়ি, মোটরসাইকেল নিয়ে দাপাদাপির জেরে আদালতের বাইরে কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। গাড়ি, বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশও পালটা তাঁদের আটকাতে টিয়ার গ্যাস (Tear gas) ছোঁড়ে, চলে লাঠিচার্জ। দু’পক্ষের সংঘর্ষে ৫০ জন পুলিশ জখম হয়েছেন বলে খবর।

[আরও পডুন: ‘বাংলা ভাষা বিলুপ্তপ্রায়’, ইংরাজি মাধ্যম স্কুলে ছাঁটাইয়ের চিঠি শিক্ষিকাকে, তুঙ্গে বিতর্ক]

শুধু শনিবার আদালতে অশান্তিই নয়। তার আগে লাহোরে (Lahore) ইমরান খানের বাসভবনে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে গেলে দু’দিন ধরে ইমরান সমর্থকদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ ঘটে। সেখান থেকে পুলিশ বিপুল পরিমাণে পেট্রল বোমা, অস্ত্রশস্ত্র উদ্ধার করে। পুলিশের দাবি, বাসভবনে এসব মজুত করে রেখে আসলে ইমরান খান সন্ত্রাসে মদত দিচ্ছেন।

[আরও পডুন: ফের বিমানে ধূমপান, শৌচাগারে ঢুকে সুখটান! গ্রেপ্তার ইন্ডিগোর যাত্রী]

এই ঘটনার পর পুলিশের দাবি, ওইদিন আদালতে সন্ত্রাসবাদী হামলার মতো পরিস্থিতি হয়েছিল। পুলিশের উপর হামলা, দেশের নিরাপত্তা নিয়ে হিংসাত্মক কার্যকলাপের মতো অপরাধে সন্ত্রাসের ধারা প্রয়োগ করে রবিবার মামলা দায়ের করা হল। যদিও ইমরান সমর্থকদের অভিযোগ, প্রতিহিংসার জেরে শাহবাজ শরিফ (Shahbaz Shariff) সরকার এই পদক্ষেপ নিচ্ছে। আমেরিকার সঙ্গে হাতে হাত মিলিয়ে ইমরানকে জেলে ঢোকানোর তোড়জোড় করছে সরকার।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে