Advertisement
Advertisement

Breaking News

অবশেষে জঙ্গি নিকেশের সিদ্ধান্ত কোণঠাসা পাকিস্তানের

মঙ্গলবারের এক গোপন প্রশাসনিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দাবি পাক সংবাদপত্রের৷

Pak's Nawaz Sharif govt orders Army to act against terrorists.
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 6, 2016 1:40 pm
  • Updated:October 6, 2016 1:40 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখে যতই আস্ফালন করুক, ঘরে-বাইরে চাপের মুখে অবশেষে পিছু হটতে হল পাকিস্তানকে৷ দেশের মাটিতে জৈশ-ই-মহম্মদ ও অন্যান্য জঙ্গি সংগঠনগুলিকে কড়া হাতে দমন করার নির্দেশ দিলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ৷ পাকিস্তানের এক সংবাদপত্রের তরফে এমনটাই দাবি করা হয়েছে বৃহস্পতিবার৷

পাক সংবাদপত্রের দাবি, আন্তর্জাতিক মহলে কোণঠাসা পাকি প্রশাসন মঙ্গলবার একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সামিল হয়৷ পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সভাপতিত্বে এই বৈঠকে সামিল হয়েছিলেন পাক বিদেশ সচিব এজাজ চৌধরি, আইএসআই-এর ডিরেক্টর জেনারেল রিজওয়ান আখতার-সহ মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য এবং পাকিস্তানের প্রত্যেক প্রদেশের প্রশাসনিক প্রধানরা৷

Advertisement

শোনা গিয়েছে, বৈঠকে উরি হামলার পর পাকিস্তানের প্রায় একঘরে হয়ে যাওয়ার কথা সবাইকে জানান এজাজ চৌধরি৷ পাকিস্তানের সীমান্তবর্তী বিভিন্ন প্রদেশে সন্ত্রাসবাদীদের বেড়ে চলা আধিপত্য নিয়েও তীব্র বাক-বিতণ্ডা হয়৷ এর পরই প্রধানমন্ত্রী কড়া হাতে জঙ্গি দমনের নির্দেশ দেন৷

Advertisement

পাক সংবাদপ্রত্রের দাবি, আইএসআই-এর ডিজি নিজে পাকিস্তানের বিভিন্ন প্রদেশে সফর করবেন৷ সব জায়গার জঙ্গি ঘাঁটির তথ্য নাকি গোয়েন্দা সংস্থার মাধ্যমে সেনার হাতে তুলে দেওয়া হবে৷

প্রসঙ্গত, পাক অধিকৃত কাশ্মীরেও জঙ্গিদের বাড়বাড়ন্ত নিয়ে তীব্র অসন্তোষ রয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে৷ এর সাম্প্রতিকতম উদাহরণ বালুচিস্তান৷ বিশেষজ্ঞদের মতে, ঘরে-বাইরে চাপের মুখেই নতি স্বীকার করতে বাধ্য হয়েছে পাকিস্তান৷ তবে, উদ্যোগ সত্যি কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দিহান তাঁরা৷ জঙ্গি নিধনে পাকিস্তানকে কোণঠাসা করা যে ভারতের কুটনৈতিক মহলে একটা জয়, তা মানছেন অনেকেই৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ