BREAKING NEWS

৩ আশ্বিন  ১৪৩০  বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

শিক্ষিকার অতিরিক্ত যৌন চাহিদার শিকার পাঁচ ছাত্র

Published by: Sangbad Pratidin Digital |    Posted: August 31, 2016 4:13 pm|    Updated: August 31, 2016 4:13 pm

Pennsylvania teacher charged with sexual assault 5 male students

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌনতায় আসক্ত শিক্ষিকা৷ নিজের শারীরিক চাহিদা পূরণ করতে রেহাই দিল না নিজের ছাত্রদেরও৷ জোর করে পাঁচ ছাত্রের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হত ৪৯ বছরের শিক্ষিকা মিশেল মেলিঙ্গার৷

নজিরবিহীন এই ঘটনা ঘটেছে আমেরিকার পেনসিলভেনিয়ায়৷ পাঁচ জনের সঙ্গে এক বছর ধরে এই কাজ চালাচ্ছিলেন ওই শিক্ষিকা৷ বিপত্তি বাঁধে ষষ্ঠ ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের সময়৷ শিক্ষিকার এই নির্যাতন মুখ বুজে মেনে নেয়নি ছাত্রটি৷ সব ঘটনা বিস্তারিত জানিয়ে দেয় বাবা-মাকে৷

ছাত্রের বাবা-মাই পুলিশে খবর দেন৷ তারপরই গ্রেফতার করা হয় ওই শিক্ষিকাকে৷ জেরার মুখে নিজের অপরাধের কথা স্বীকার করেছে মিশেল৷ যৌন মিলনের জন্য ছোট ছেলেদের প্রতি নিজের আসক্তির কথা পুলিশকে জানিয়েছে সে৷ বিষয়টি আদালতে তোলা হলে মিশেলকে ১ বছরের কারাদণ্ড দেন বিচারপতি৷

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে