Advertisement
Advertisement

Breaking News

ট্রাম্প

হারলেও গদি না ছাড়ার ইঙ্গিত ট্রাম্পের, পোকার মতো তাড়ানো হবে, হুমকি পেলোসির

৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দেবে মার্কিন জনতা।

President Trump refuses to leave White House even after electoral defeat

ফাইল ফটো

Published by: Monishankar Choudhury
  • Posted:July 22, 2020 2:43 pm
  • Updated:July 22, 2020 2:43 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এবারের মেয়াদ শেষ হয়ে এসেছে। আগামী ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দেবে আমেরিকার জনতা। ফলে, আপাতত সমীক্ষা ও জল্পনায় সরগরম সে দেশের রাজনীতি। মসনদ ধরে রাখা যে খুব সহজ হবে না, তা স্বীকার না করলেও বুঝে গিয়েছেন রিপাবলিকান প্রার্থী তথা বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই নির্বাচনে হারলেও ফলাফল মেনে গদি না ছাড়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

[আরও পড়ুন: বাবা-মায়ের হত্যার প্রতিশোধ, কিশোরীর গুলিতে ঝাঁজরা তালিবানি জঙ্গিরা]

গত রবিবার ফক্স নিউজের ক্রিস ওয়ালেস-কে একটি সাক্ষাৎকার দেন ট্রাম্প। কথার ফাঁকে সাংবাদিক ক্রিস ওয়ালেস সরাসরি ট্রাম্পকে প্রশ্ন করেন, “আপনি কি এটাই বোঝাতে চাইছেন যে নির্বাচনের ফল আপনি নাও মানতে পারেন?”, এই প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “না, আমাকে বিষয়টা খতিয়ে দেখতে হবে। ফল এখনই আমি হ্যা বা না বলব না, গতবারও আমি তাই করেছি। আমাকে বিষয়টা বুঝতে হবে।” ট্রাম্পের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় তার প্রতিদ্বন্দ্বী জো বিডেন বলেছেন, “আমেরিকার জনগণই এই নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে।”

Advertisement

প্রসঙ্গত, করোনা আবহে পোস্টাল ব্যালটের মতো ‘mail-in balloting’-এর মাধ্যমে বেশিরভাগ ভোট হওয়ার সম্ভাবনা আমেরিকায়। এই কথা মাথায় রেখে বারবার গোটা প্রক্রিয়ার উপর প্রশ্ন তুলেছেন ট্রাম্প। তাঁর অভিযোগ, এই প্রক্রিয়ায় তাঁকে হারানোর ষড়যন্ত্র করা হয়েছে। যদিও অন্য কোনও নির্বাচনী প্রক্রিয়ার কথাও তিনি কিছু বলেননি। বিশ্লেষকদের মতে, করোনা সংকট মোকাবিলায় ব্যর্থতা, ভুল বিদেশনীতি থেকে শুরু করে ডানপন্থার উত্থানে হালে পানি পাচ্ছেন না রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে নিজের জায়গা অনেকটাই মজবুত করে ফেলেছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বিডেন। এদিকে, ট্রাম্পের হোয়াইট হাউস না ছাড়ার ইঙ্গিতে প্রবল ক্ষুব্ধ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস-এর স্পিকার নেন্সি পেলোসি। তিনি সাফ বলেছেন, যেতে না চাইলে পোকার মতো তাঁকে তাড়ানো হবে।

Advertisement

[আরও পড়ুন: চিনে মাস্ক তৈরি করছে উইঘুর মুসলিমদের ‘গোলাম বাহিনী’, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ