Advertisement
Advertisement

রাখাইন প্রদেশে সংঘাতে মৃত অন্তত হাজার রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষ

মদত করতে এগিয়ে আসেনি কোনও ইসলামিক রাষ্ট্র৷

Rakhain violence in Myanmar leaves 1000 Rohingya dead: UN
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 10, 2017 10:51 am
  • Updated:September 10, 2017 10:51 am

সুকুমার সরকার, ঢাকা: বিশ্ব মানচিত্রে যেন অবাঞ্চিত রোহিঙ্গারা৷ তাঁদের আশ্রয় দিতে নারাজ বিশ্বের প্রায় সব দেশই৷ মুখে সমর্থন জানালেও মদত করতে এগিয়ে আসেনি কোনও ইসলামিক রাষ্ট্র৷ তাই ভিটেমাটি হারিয়ে প্রতিদিন পড়শি বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টা চালাচ্ছে রোহিঙ্গারা৷ পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে মায়ানমারে রাষ্ট্রসংঘের প্রতিনিধি ইয়াংহি লি জানিয়েছেন, এপর্যন্ত রাখাইন প্রদেশে চলা সংঘাতে প্রাণ হারিয়েছেন প্রায় ১ হাজার জন নিরীহ মানুষ৷ তাঁদের মধ্যে সিংহভাগই সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের৷

[রোহিঙ্গাদের আশ্রয় দিতে নারাজ বাংলাদেশ, রাষ্ট্রসংঘে আবেদন হাসিনার]

Advertisement

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক স্তরে ভর্ৎসিত হয়েছে মায়ানমার৷ কড়া প্রতিক্রিয়া দিয়েছে রাষ্ট্রসংঘও৷ সু কি সরকারের সমালোচনা করেছেন, নাইপিদাওযে রাষ্ট্রসংঘের প্রতিনিধি ইয়াংহি লি৷ তাঁর বক্তব্য, মায়ানমারে দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছে রোহিঙ্গা জনগোষ্ঠী৷ বহুকাল ধরে দেশটিতে থাকলেও আজ পর্যন্ত তাঁদের নাগরিক বলে মেনে নেওয়া হয়নি৷ বিষয়টি নিয়ে গম্ভীরভাবে ভাবনা চিন্তা করুক সু কি সরকার৷ সূত্রের খবর, নাফ নদী পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টায় নৌকাডুবি হয়ে মৃত্যু হয়েছে কয়েকশো রোহিঙ্গা শরণার্থীর৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নদীতে নারী, শিশু-সহ বহু লাশ ভেসে যেতে দেখেছেন তাঁরা৷

Advertisement

রোহিঙ্গা নিধনযজ্ঞে মৌন থাকায় সমালোচিত হয়েছেন নোবেলজয়ী মায়ানমার প্রধান আং সান সু কি৷ তাঁর নোবেল পুরস্কার কেড়ে নেওয়ার দাবিও উঠেছে৷ বিদ্রোহদমনের নামে রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা করছে সরকারি বাহিনী, এমনটাই অভিযোগ৷ নির্বিচার হত্যা, ধর্ষণের শিকার হয়ে প্রাণ বাঁচাতে প্রতিদিন হাজার হাজার শরণার্থী প্রবেশ করছে বাংলাদেশে৷ রাষ্ট্রসংঘ জানিয়েছে, শুধু গত দু’সপ্তাহে বাংলাদেশে প্রবেশ করেছে অন্তত ২ লক্ষ ৭০ হাজার উদ্বাস্তু রোহিঙ্গা৷ সব মিলিয়ে বাংলাদেশে শরণার্থী হিসেবে রয়েছে প্রায় ৬ লক্ষ ৭০ হাজার রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষ৷

[রোহিঙ্গা সমস্যায় রক্তাক্ত মায়ানমারের পাশেই ভারত, আশ্বাস মোদির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ