Advertisement
Advertisement
Russia-Ukraine

জলও যুদ্ধের ‘হাতিয়ার’! কার হামলায় বাঁধে বিস্ফোরণে বন্যা পরিস্থিতি? সংঘাত ইউক্রেন-রাশিয়ার

হঠাৎ সৃষ্টি হওয়া বন্যায় ঘরছাড়া বহু পরিবার।

Report claims Russia-held Ukraine city 'Novaya Kakhovka' flooded after dam blown up। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:June 6, 2023 6:30 pm
  • Updated:June 6, 2023 6:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine)। কিন্তু এখনও সেই লড়াইয়ের নিষ্পত্তি হয়নি। এই পরিস্থিতিতে জলও হয়ে উঠল যুদ্ধের ‘হাতিয়ার’। এবার ইউক্রেনের একটি বাঁধ উড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল রাশিয়ার বিরুদ্ধে। যদিও মস্কো অভিযোগের আঙুল তুলছে কিয়েভের দিকে। এদিকে রুশ নিযুক্ত শহরটির প্রধান ভ্লাদিমির লিয়েন্তেভ জানিয়েছেন, শহরটি বন্যার কবলে পড়েছে। ৩০০টি বাড়ির বাসিন্দাদের উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

রাশিয়ার দখলে থাকা দক্ষিণ ইউক্রেনের নোভা কাখোভকা শহরের এই বাঁধটি সোভিয়েত আমলের। ১৯৫৬ সালে তৈরি। ৩০ মিটার উঁচু, ৩.২ কিমি লম্বা ও ১৮ বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা বাঁধটি ভেঙে পড়াতে আশঙ্কা তীব্র হয়েছে। মনে করা হচ্ছে, এই বন্যায় রাশিয়া ও ইউক্রেনের বহু অংশই জলমগ্ন হতে পারে।

Advertisement

[আরও পড়ুন: দু’বছর পরে কলকাতা লিগে প্রত্যাবর্তন, কঠিন গ্রুপে মোহনবাগান]

এই পরিস্থিতিতে রাশিয়াকে কাঠগড়ায় তুলে কিয়েভ দাবি করেছে, রুশ গোলাতেই ভেঙেছে বাঁধটি। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি একে ‘সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেছেন। জলমগ্ন করে ক্ষেপণাস্ত্র চালিয়ে জঙ্গিরা ইউক্রেনকে দমাতে পারবে না বলেই মত তাঁর। একই ভাবে রাশিয়ার অভিযোগ, এই বিস্ফোরণের পিছনে রয়েছে জেলেনস্কি প্রশাসন।

Advertisement

[আরও পড়ুন: উপার্জনের সিংহভাগ স্বেচ্ছাসেবী সংস্থাকে! বিল গেটসের সঙ্গে এই ভারতীয় শিল্পপতির যোগ কোথায়?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ