Advertisement
Advertisement
Spy

সিঙ্গাপুরে গোপন বৈঠকে ভারত, চিন, আমেরিকার গোয়েন্দা প্রধানরা! কী নিয়ে আলোচনা?

বৈঠকে উপস্থিত ছিলেন নানা দেশের গোয়েন্দাপ্রধানরা।

Report says world's spy chiefs meet in secret conclave in Singapore। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:June 4, 2023 4:41 pm
  • Updated:June 4, 2023 4:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারা বিশ্বের গোয়েন্দাপ্রধানরা সিঙ্গাপুরে মিলিত হলেন গোপন বৈঠকে। বৈঠকে উপস্থিত ছিল ভারতও! ছিলেন চিন, আমেরিকার গোয়েন্দাপ্রধানরাও। জানা গিয়েছে, শনিবারই এক গোপন বৈঠকে সংবাদমাধ্যমের চোখের আড়ালেই হয় ওই বৈঠক। এবারই প্রথম নয়, সিঙ্গাপুরে এমন বৈঠক নাকি কয়েক বছর ধরেই হচ্ছে। যার আয়োজন করে সিঙ্গাপুর (Singapore) প্রশাসনই। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

গোপনীয়তাকে প্রাধান্য দিয়ে প্রতিবারই বৈঠক (Spy Chiefs Meet) আয়োজিত হয় বিভিন্ন স্থানে। এবং বৈঠকের আগে সেসম্পর্কে প্রকাশ্যে কিছুই জানানো হয় না। জানা যাচ্ছে, বৈঠকে ভারতের তরফে ছিলেন সামান্ত গোয়েল। তিনি ভারতের ‘ওভারসিজ ইন্টেলিজেন্স গ্যাদারিং এজেন্সি’র প্রধান। আমেরিকার তরফে হাজির ছিলেন সেদেশের জাতীয় গোয়েন্দাপ্রধান আভরিল হেইনেস। নামপ্রকাশে অনিচ্ছুক পাঁচজন ব্যক্তির সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: চাকরি ‘খাচ্ছে’ AI! মে মাসে কাজ খোয়ালেন প্রায় ৪ হাজার প্রযুক্তি কর্মী]

কিন্তু কেন এই বৈঠক? সূত্রের দাবি, পরস্পরের সঙ্গে সংযোগ রাখতে গোয়েন্দারা নাকি সাংকেতিক ভাষায় আদানপ্রদান করে তথ্যের। আর সেই যোগাযোগের ‘বোঝাপড়া’র উন্নতি ঘটাতেই এই বার্ষিক গোপন বৈঠকের আয়োজন। কিন্তু নয়াদিল্লি এমন বৈঠক সম্পর্কে কিছু জানায়নি। নীরব চিন (China), আমেরিকা (US) ও অন্যান্য দেশও।

Advertisement

[আরও পড়ুন: রেল দুর্ঘটনার দায় নিয়ে ‘নিঃশব্দে’ সরে গিয়েছিলেন লালবাহাদুর, আজও স্মরণীয় সেই ইতিহাস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ