Advertisement
Advertisement

Breaking News

Russia-Ukraine War

Russia-Ukraine War: উদ্ধারকাজ অসমাপ্ত, ইউক্রেনে ফের আড়াই ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

যুদ্ধের মাঝেই মস্কোয় পুতিনের সঙ্গে দেখা করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।

Russia-Ukraine War: Russia announces ceasefire for second phase in two cities of Ukraine for two and half hours | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:March 6, 2022 10:45 am
  • Updated:March 6, 2022 12:00 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউক্রেনে (Ukraine) যুদ্ধের গুরুগুরু দামামার মাঝে ভারত ও বন্ধুদেশগুলির আবেদন মেনে সাময়িক বিরতি ঘোষণা করেছিল রাশিয়া (Russia)। শনিবার ভারতীয় সময় সাড়ে পাঁচ ঘণ্টা যুদ্ধবিরতি ছিল। কিন্তু বিপর্যস্ত দেশটি থেকে অনেককেই উদ্ধার করা সম্ভব হয়নি এত সংক্ষিপ্ত সময়ে। তাই রবিবার দ্বিতীয় দফায় ফের যুদ্ধবিরতি (Ceasefire) ঘোষণা করল পুতিন প্রশাসন। মারিওপোল, ভলনোভাখা – এই দুই শহরে আড়াই ঘণ্টা উদ্ধারকাজ চলবে বলে জানা গিয়েছে। ভারতীয় সময় অনুযায়ী, দুপুর সাড়ে ১২টা থেকে তিনটে পর্যন্ত নির্ধারিত সময়। এর মধ্যে এই দুই শহরে আটকে থাকা মানুষজনকে নিরাপদ স্থানে সরাতে গতি আনতে চলেছে জেলেনস্কি প্রশাসন।

Advertisement

 

Advertisement

ইউক্রেনে যুদ্ধের ময়দানে এখনও আটকে রয়েছেন বহু ভারতীয়। তাদের নিরাপদে দেশে ফেরাতে মরিয়া মোদি সরকার। শুক্রবার ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছিলেন, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে শেষ ভারতীয় নাগরিককে না ফেরানো পর্যন্ত চলবে ‘অপারেশন গঙ্গা’। এই মর্মে দুই পক্ষের কাছেই সাময়িক সংঘর্ষবিরতির আবেদন জানিয়েছে ভারত সরকার। নয়াদিল্লির সেই আবেদনে সাড়া দিয়ে শনিবার সাড়ে ৫ ঘণ্টা সংঘর্ষবিরতির পর রবিবার রাশিয়া আড়াই ঘণ্টা সময় দিল। তবে তা দুই শহরে – মারিওপোল, ভলনোভাখা (Mariupol and Volnovakha)।

[আরও পড়ুন: তৃণমূলের সমর্থনে পুরপ্রধান হতে পারেন বিজেপির হিরণ? নয়া সমীকরণের ইঙ্গিত খড়গপুরে]

তবে যুদ্ধবিরতির মাঝেও রুশ সেনার আগ্রাসন থেমে নেই। কানিভের জলবিদ্যুৎ কেন্দ্রটি এবার দখলে আনতে মরিয়া তারা। এছাড়া আরও তিনটি বিদ্যুৎকেন্দ্র রয়েছে তাদের নিশানায়। চেরনোবিল পরমাণু কেন্দ্র ইতিমধ্যেই রুশ সেনা দখলে। সেখান থেকে তেজস্ক্রিয়তা ছড়ানো নিয়ে আতঙ্কের আবহ তৈরি হলেও ইউক্রেন নিশ্চিত করেছেন, তা বিপদসীমার মধ্যেই রয়েছে। সোমবার তৃতীয়বারের জন্য ফের আলোচনার টেবিলে বসতে পারে ইউক্রেন-রাশিয়া।

[আরও পড়ুন: ‘রাশিয়ার বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা যুদ্ধের সমান’, পশ্চিমী দুনিয়াকে হুঁশিয়ারি পুতিনের]

যুদ্ধের মাঝেই মস্কো পৌঁছেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী (Israel PM) নাফতালি বেনেট। সূত্রের খবর, তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করে যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলেন দীর্ঘক্ষণ। পরে তিনি জেলেনস্কির সঙ্গেও আলোচনা করেছেন বলে খবর। এরপর বেনেট জার্মানির উদ্দেশে রওনা দিয়েছেন। চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে এ বিষয়ে আলোচনা করার সম্ভাবনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ