Advertisement
Advertisement
Russia

ইউক্রেন যুদ্ধের আবহে ভারতে আসছেন রাশিয়ার বিদেশমন্ত্রী! তুঙ্গে জল্পনা

ভারতে আসছেন ব্রিটেনের বিদেশ সচিব লিজ ট্রাস।

Russian foreign minister may visit India this week amid Ukraine crisis | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:March 29, 2022 1:40 pm
  • Updated:March 29, 2022 1:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আবহেই ভারত সফরে আসতে পারেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। সূত্রের খবর, মার্চের ৩১ তারিখ নয়াদিল্লি পৌঁছতে পারেন তিনি। তাৎপর্যপূর্ণ ভাবে, ওইদিনই ভারতে আসছেন ব্রিটেনের বিদেশ সচিব লিজ ট্রাসও।

[আরও পড়ুন: ‘জেলেনস্কিকে বলে দিন আমি ওঁদের থেঁতলে দেব’, শান্তি বৈঠকে হুঁশিয়ারি পুতিনের]

সূত্রের খবর, এপ্রিলের ১ তারিখ নয়াদিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠকে বসতে পারেন সের্গেই লাভরভ। মনে করা হচ্ছে, ইউক্রেন যুদ্ধ ও মস্কোর উপর চাপানো আর্থিক নিষেধাজ্ঞার বিষয় নিয়ে আলোচনা হতে পারে দু’জনের মধ্যে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিক জানিয়েছেন, কম দামে রাশিয়া থেকে আরও অপরিশোধিত তেল কিনতে চায় ভারত (India)। কিন্তু মার্কিন ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার জেরে ডলারে টাকা মেটাতে সমস্যার মুখে পড়তে হচ্ছে নয়াদিল্লিকে। তাই লাভরভের সফরকালে ‘রুপি-রুবল’ লেনদেনের একটি কাঠামো গড়ে তোলা নিয়েও আলোচনা হবে।

Advertisement

তাৎপর্যপূর্ণ ভাবে, মার্চের ৩০ ও ৩১ তারিখ চিনে যাচ্ছেন রুশ বিদেশমন্ত্রী। সেখানে আফগানিস্তানের পড়শি দেশগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। ওই বৈঠকে অংশ নেবে পাকিস্তান, ইরান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান। বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রবল চাপে রয়েছে ভারত। একদিকে ভারতকে পাশে পেতে মোদি সরকারের উপর চাপ বাড়াতে ভারতে আসছেন ব্রিটেনের বিদেশ সচিব লিজ ট্রাস। অন্যদিকে, লাভরভও পুরোন বন্ধুত্বের দাবি নিয়ে দিল্লি আসছেন।

Advertisement

উল্লেখ্য, সাম্প্রতিক কালে রাষ্ট্রসংঘে ইউক্রেন-রাশিয়া (Russia) রেজোলিউশনে ভোটাভুটি থেকে বিরত থেকেছে ভারত। তবে ভারত শুরু থেকেই এই যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক করতে মস্কো এবং কিয়েভের মধ্যে সরাসরি আলোচনার আহ্বান জানিয়ে আসছে। সম্প্রতি সংসদে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, “আমরা (রাশিয়া ও ইউক্রেনের মধ্যে) পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছি এবং অবিলম্বে হিংসা বন্ধ করার জন্য ও সমস্ত শত্রুতা বন্ধ করার আহ্বান জানিয়েছি।”

[আরও পড়ুন: সংসদে ইমরানের বিরুদ্ধে অনাস্থা পেশ, ৭ দিনের মধ্যে ইস্তফা দিতে পারেন পাক প্রধানমন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ