Advertisement
Advertisement

Breaking News

ভারতকে প্রধান সামরিক সহযোগীর তকমা দিল আমেরিকা

এশিয়া মহাদেশে চিনের প্রভাব ঠেকাতে ভারতকেই বেছে নিয়েছেন ট্রাম্প৷

Strengthening bilateral ties, US Recognises India as major defence partner
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 7, 2017 1:14 pm
  • Updated:February 7, 2017 1:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন মাত্রা পেল ইন্দো-মার্কিন কুটনৈতিক সম্পর্ক৷ ভারতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার পক্ষে বরাবরই জোর দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প৷ বিশ্ব রাজনীতিতে এক নতুন সমীকরণের সৃষ্টি করে এবার ভারতকে ‘মেজর ডিফেন্স পার্টনার’ বা প্রধান সামরিক সহযোগীর তকমা দিল মার্কিন যুক্তরাষ্ট্র৷ এর ফলে খুব সহজেই আমেরিকা থেকে  অত্যাধুনিক অস্ত্র ও সামরিক প্রযুক্তি আমদানি করতে পারবে ভারত৷

ভারতকে নিয়ে কৌশলগত ও সামরিক সম্পর্কে জোর দিয়ে বেশ কিছু রপ্তানি সংক্রান্ত আইন সংশোধন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ এই সংশোধনের ফলে, আমেরিকা থেকে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি ও অস্ত্র আমদানি করতে পারবে ভারতীয় সংস্থাগুলি৷ আমেরিকার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ইউএস-ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট মুকেশ আঘি৷

Advertisement

এশিয়া মহাদেশে চিনের প্রভাব ঠেকাতে ভারতকেই বেছে নিয়েছেন ট্রাম্প৷ ভারতকে প্রধান সামরিক সহযোগীর তকমা দিয়ে কার্যত চিনকে চাপে ফেলতেই এই পন্থা অবলম্বন হোয়াইট হাউসের৷ দক্ষিণ চিন সাগরে বেজিংয়ের বিতর্কিত নির্মাণের অশনিসংকেত দেখছে ভারত ও আমেরিকা৷ তাই লালফৌজকে রুখতে এবার সহযোগিতা বাড়াচ্ছে ওয়াশিংটন ও দিল্লি৷

Advertisement

প্রসঙ্গত, চিনের সঙ্গে পাকিস্তানের দহরম-মহরমে ও সন্ত্রাসবাদ নিয়ে দ্বিচারিতার জন্য পাকিস্তানের উপর প্রচণ্ড ক্ষুব্ধ ট্রাম্প৷ গদর বন্দরে চিনের নৌসেনার উপস্থিতিও উদ্বেগে ফেলেছে পেন্টাগনকে৷ তাই স্বাভাবিকভাবে ভারতকে পাশে চাইছে আমেরিকা৷

বিচারকের ভয়ঙ্কর সিদ্ধান্তে দেশে ঢুকতে পারে সন্ত্রাসবাদীরা, আশঙ্কা ট্রাম্পের

ট্রাম্পের তাড়ায় সফরের মাঝেই বাড়ি ফিরলেন পাক বংশোদ্ভূত মার্কিন ক্রিকেটার

ট্রাম্পকে ‘খুন’ করতে চান ১২ হাজারেরও বেশি মানুষ

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ