BREAKING NEWS

১৪ চৈত্র  ১৪২৯  বুধবার ২৯ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

ভারতীয় সংস্কৃতি চেনাতে তালিবানকে আমন্ত্রণ বিদেশমন্ত্রকের! তুঙ্গে বিতর্ক

Published by: Anwesha Adhikary |    Posted: March 14, 2023 2:53 pm|    Updated: March 14, 2023 4:38 pm

Taliban authorities will attend Indian course after invitation from foreign ministry | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  আফগানিস্তানে যাদের বিরুদ্ধে মানবাধিকার এবং নারী স্বাধীনতা হরণ করার মারাত্মক অভিযোগ, সেই তালিবান প্রতিনিধিদের এবার সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ জানাল ভারত সরকার। কেন? নাকি ভারতীয় সংস্কৃতিকে চিনিয়ে দিতে হবে! এই সংক্রান্ত বিশেষ কোর্সে  অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছেন তালিবান (Taliban) প্রশাসনের আধিকারিকরাও। তাঁদের একপ্রকার ‘জামাই আদরে’ আমন্ত্রণ জানিয়েছে বিদেশমন্ত্রক (MEA)।

আফগানিস্তানের তালিবান শাসনকে মান্যতা না দিলেও সেদেশে তালিবানের সঙ্গে বরাবরই সহযোগিতা করেছে ভারত। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তার মতে, ভারত চায় না কূটনৈতিক ক্ষেত্রে তালিবানকে একেবারে অচ্ছুৎ করে রাখা হোক।

জানা গিয়েছে, কোঝিকোড়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের সহযোগিতায় একটি কোর্স আয়োজন করেছে ভারতের বিদেশ মন্ত্রক। বৈচিত্র্যময় ভারতীয় সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হতে পারে বিদেশি আধিকারিকদের, এই কথা মাথায় রেখেই বিশেষ কোর্সের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কোর্সের মাধ্যমে ভারতীয় সংস্কৃতি, আর্থিক পরিবেশ-সহ নানা বিষয়ের সঙ্গে পরিচিত হতে পারবেন বিদেশি রাষ্ট্রের প্রতিনিধিরা।

[আরও পড়ুন: লালার থেকে ‘প্রোটেকশন মানি’ নিয়ে কয়লা পাচারে সাহায্য! অনুব্রত ঘনিষ্ঠ পুলিশ কর্তাকে CBI জেরা]

এই কোর্সে সব মিলিয়ে ৩০ জন অংশগ্রহণ করবেন। সেখানেই অন্যান্য দেশের পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে তালিবান শাসিত আফগানিস্তানের (Afghanistan) প্রতিনিধিদের। যদিও তালিবান শাসনকে মান্যতা দেয়নি ভারত, তা সত্ত্বেও বিদেশ মন্ত্রকের তরফে আমন্ত্রণ জানানো হয় তালিবানকে। সূত্র মারফত জানা গিয়েছে, আমন্ত্রণ জানালেও ভারতে পা রাখবে না তালিবান প্রশাসনের আধিকারিকরা। অনলাইনেই ভারতীয় কোর্সে যোগ দেবেন তাঁরা।

তালিবানকে আমন্ত্রণ জানানোর পর থেকেই নানা মহলে সমালোচনার ঝড় উঠেছে। মানবাধিকার লঙ্ঘন, নারীশিক্ষা রোধ-সহ একাধিক অভিযোগে বারবার কাঠগড়ায় উঠেছে আফগানিস্তানের প্রশাসন। আন্তর্জাতিক ক্ষেত্রে নিন্দার মুখে পড়লেও নিজেদের অবস্থান এতটুকু বদলায়নি তালিবান। কার্যত একনায়কের তকমা পাওয়া তালিবানকে কেন সরকারি উদ্যোগে আমন্ত্রণ জানানো হল, সেই প্রশ্নে কেন্দ্রকে বিঁধছে ওয়াকিবহাল মহল। 

[আরও পড়ুন: শ্রমিক সেজে গা ঢাকা বড়বাজারে, গ্রেপ্তার বিহারের মাদক-অস্ত্র পাচার চক্রের মাথা]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে