Advertisement
Advertisement

ফ্রান্সে বন্দুকবাজের হামলা, স্কুল পড়ুয়া সহ আহত ৩

ফিরল প্যারিস হামলার স্মৃতি!

Terror strikes France again, many injured in Lille shooting
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 25, 2017 7:33 am
  • Updated:December 28, 2019 3:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বন্দুকবাজের হামলা ফ্রান্সে৷ শুক্রবার রাতে ফ্রান্সের লিল শহরে পোর্তে দি’আরাস মেট্রো স্টেশনের বাইরে এই হামলা হয়৷ হামলায় এক স্কুল পড়য়া-সহ তিন জনের আহত হওয়ার খবর মিলেছে৷ গোটা এলাকাকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে৷

[যোগীকে ‘গুন্ডা’ বলায় এফআইআর দায়ের পরিচালকের বিরুদ্ধে]

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত ৯.৫০ (স্থানীয় সময়ের হিসেবে) নাগাদ এক হুডওয়ালা জ্যাকেট পড়া ব্যক্তি আচমকা এলোপাথারি গুলি ছুড়তে থাকে৷ প্রায় পাঁচ রাউন্ড গুলি চলে৷ একটি গুলি লাগে ১৪ বছরের স্কুল পড়ুয়ার পায়ে৷ আরও একজনের গলায় আঘাত লাগে৷ ব্যস্ত সময়ে ভালই ভিড় ছিল মেট্রোর বাইরের এলাকায়৷ আতঙ্কে এদিক-ওদিক ছুটোছুটি করতে থাকে মানুষ৷ সেই সুযোগেই পালিয়ে যায় অজ্ঞাত পরিচয় ওই দুষ্কৃতী৷

Advertisement

[যাকে গুলি করেছিলেন, সেই মাও নেতারই প্রাণ বাঁচালেন আইপিএস]

গোটা এলাকা সিল করে দিয়েছে ফ্রান্স পুলিশ৷ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ প্রত্যেকের শারীরিক অবস্থাই স্থিতিশীল বলে জানা গিয়েছে৷ প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, দুই গোষ্ঠীর মধ্যে লড়াইয়ের ফলেই এই গুলি চলেছে৷ তবে সন্ত্রাসের সম্ভাবনাও উড়িয়ে দিতে পারছেন না গোয়েন্দারা৷ ২০১৫-র প্যারিস হামলার স্মৃতি এখনও ফ্রান্সবাসীর মনে টাটকা৷ সেই সঙ্গে সাম্প্রতিক ব্রিটিশ সংসদের হামলার কথাও সকলের জানা৷ যার দায় স্বীকার করেছে আইএস জঙ্গিগোষ্ঠী৷

[যন্ত্রণাকাতর ধর্ষিতার পাশে বসে খোশমেজাজে ‘সেলফি’তে মেতে পুলিশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ