Advertisement
Advertisement

Breaking News

Sri Lanka

‘জঙ্গিদের অভয়ারণ্য কানাডা’, বন্ধু ভারতের পাশে দাঁড়িয়ে তোপ শ্রীলঙ্কার

'ট্রুডো মিথ্যাবাদী', বললেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী।

Published by: Monishankar Choudhury
  • Posted:September 26, 2023 8:55 am
  • Updated:September 26, 2023 9:02 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের জেগে উঠেছে খলিস্তানি দৈত্য! ভারত ভাঙার স্বপ্নে মশগুল জার্নেল সিং ভিন্দ্রানওয়ালের শিষ্যরা। মূলত কানাডা থেকে আইএসআইয়ের মদতে কার্যকলাপ চালাচ্ছে তারা। আর ভোটব্যাঙ্কের স্বার্থে খলিস্তানিদের হাতে তামাক খাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই প্রেক্ষাপটে ‘বন্ধু’ ভারতের পাশে দাঁড়িয়ে কানাডাকে ‘জঙ্গিদের অভয়ারণ্য’ বলে তোপ দাগল শ্রীলঙ্কা। 

সোমবার ভারত-কানাডা কূটনৈতিক সংঘাত নিয়ে মুখ খোলেন শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী আলি সাবরি। নিউ ইয়র্কে সংবাদ সংস্থা এএনআইর প্রশ্নের উত্তরে তিনি বলেন, “জঙ্গিদের অভয়ারণ্য হয়ে দাঁড়িয়েছে কানাডা। কোনও প্রমাণ ছাড়াই বিস্ফোরক অভিযোগ করা কানাডার প্রধানমন্ত্রীর অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধেও এভাবেই মিথ্যা অভিযোগ জানিয়েছিল তারা। আমাদের দেশে নাকি গণহত্যা হয়েছে। সবাই জানে শ্রীলঙ্কায় এমন কোনও ঘটনা কখনওই ঘটেনি।” এদিন কানাডার সংসদে এক প্রাক্তন নাৎসিকে সম্মান জানানোর প্রসঙ্গ টেনেও ট্রুডোকে একহাত নেন শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী। 

Advertisement

[আরও পড়ুন: গোপন নজরদারি করেই ভারতের বিরুদ্ধে জঙ্গি খুনের অভিযোগ কানাডার! প্রকাশ্যে বিস্ফোরক রিপোর্ট ]

উল্লেখ্য, খলিস্তানি জঙ্গি (Khalistani Terrorist) হরদীপ সিং নিজ্জরের হত্যা নিয়ে ভারত-কানাডা টানাপোড়েন অব্যাহত। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর (Justin Trudeau) অভিযোগ, এই হত্যা হয়েছে ভারতের নির্দেশে। কানাডার (Canada) গ্লোবাল নিউজ রিপোর্টের সমীক্ষা বলেছে, বর্তমানে বিরোধী দলনেতা কনজারভেটিভ দলের পিয়ের পোয়লিভ্রকেই প্রধানমন্ত্রী হিসেবে চাইছেন অধিকাংশ মানুষ। ওই রিপোর্টের দাবি, এখনই ভোট হলে বড় হারের মুখে পড়বেন ট্রুডো। 

Advertisement

এদিকে, ভারতের সঙ্গে সম্পর্কে জোর দিয়ে আলি সাবরি জানান, চিনের জাহাজকে বন্দরে নোঙর করার অনুমতি দেওয়া হয়নি। নয়াদিল্লির ‘উদ্বেগে’র কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে কলম্বো বলে জানিয়েছেন তিনি। আগামী অক্টোবর মাসেই শ্রীলঙ্কার বন্দরে নোঙর করার কথা রয়েছে শি ইয়ান ৬ নামের একটি চিনা জাহাজের। বেজিংয়ের মতে, গভীর সমুদ্রে গবেষণা চালাচ্ছে সেটি। যদিও ভারতের দাবি, আসলে চরবৃত্তিই হচ্ছে শি ইয়ান ৬-এর আসল কাজ।    

[আরও পড়ুন: ফের নতুন রূপে ছড়াতে পারে করোনা ভাইরাস! হুঁশিয়ারি চিনের ‘বাদুড়-মানবী’র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ