Advertisement
Advertisement

Breaking News

পুরুষদের হস্তমৈথুনেও ধার্য হচ্ছে জরিমানা!

কেন এই জরিমানার প্রস্তাব?

Texas lawmaker introduces 'comical' bill against male masturbation
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 15, 2017 8:07 am
  • Updated:March 15, 2017 8:07 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্দ্রিয়সুখের জন্য পুরুষদের হস্তমৈথুন আর ইচ্ছাখুশি নয়৷ এবার তাতেও ধার্য হতে চলেছে জরিমানা৷ হস্তমৈথুন করলে এবার যে কোনও পুরুষের কোপ পড়বে পকেটেও৷ সম্প্রতি তা নিশ্চিত করতেই টেক্সাসে নতুন বিল পেশ করলেন এক জনপ্রতিনিধি৷

হামলার আশঙ্কা! মহানগরের সুরক্ষায় আসছে ‘মিসাইল শিল্ড’]

Advertisement

নয়া এ বিল অনেকের কাছেই হাস্যস্পদ ঠেকেছে৷ যে বিলে বলা হচ্ছে, কোনও পুরুষ যদি অকারণে হস্তমৈথুন করেন বা স্পার্ম নষ্ট করেন, তাহলে তাঁকে ১০০ ডলার জরিমানা দিতে হবে৷ এই বিল এনেছেন জনপ্রতিনিধি জেসিকা ফারার৷ তাঁর অবশ্য এ বিল আনার পিছনে যথেষ্ট যুক্তি আছে৷ তাঁর মতে হস্তমৈথুন করার অর্থ বহু সন্তানের জন্ম নষ্ট হওয়া৷ যে সন্তান পৃথিবীর আলো দেখতে পারত, অথচ হস্তমৈথুনের কারণে দেখল না, তাদের জন্যই এই কড়া নিয়ম৷ কেন না একই ধরনের নিয়ম লাগু আছে মহিলাদের জন্য৷ অর্থাৎ তাঁর আঙুল গর্ভপাতের নিয়মকানুনের দিকে৷ একজন মহিলা চাইলেও অবাঞ্ছিত গর্ভপাত করাতে পারেন না৷ সেক্ষেত্রে তাঁকে কিছু নিয়মকানুন ও নির্দিষ্ট সময়সীমা মানতে হয়৷ আনাগত সন্তানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া বলেই গর্ভপাতের উপর এরকম বিধি নিষেধ আরোপ করা আছে৷ তাহলে সেই একই পদক্ষেপের জন্য পুরুষদের হস্তমৈথুনের উপরই বা নিয়ম লাগু হবে না কেন৷ এই যুক্তিতেই নতুন বিল পেশ করেছেন তিনি৷

Advertisement

প্রকৃতির জোর ডাক? এবার রেস্তরাঁ-হোটেলে ৫ টাকা দিলেই হিল্লে ]

ওই বিলে আরও দাবি জানানো হয়েছে, যে সমস্ত পুরুষরা প্রেসক্রিপশন দেখিয়ে ভায়াগ্রা চাইবেন বা ভ্যাসেকটমি করাতে চাইবেন, তাদের ২৪ ঘণ্টা সময়সীমা দেওয়া হবে৷ এর মধ্যে তাঁদের হাতে একটি বুকলেট তুলে দেওযা হবে৷ যেখানে ম্যানস রাইট টু অ্যাক্ট-এর বিবরণী লেখা ও আঁকা থাকবে৷ ঠিক একই রকম সময়সীমা ধার্য আছে গর্ভপাতের ক্ষেত্রেও৷ মহিলাদের জন্যও এরকম বুকলেটের ব্যবস্থা আছে৷ ফারারের দাবি, মহিলারা কখনও তাঁদের উপর আরোপিত নিয়ম নিয়ে হাসিঠাট্টা করে না, অভিযোগও করে না৷ তাহলে পুরুষদের জন্য প্রস্তাবিত এ বিলই বা হাস্যস্পদ হবে কেন, প্রশ্ন ফারারের৷

শান্তি ফেরান মোদি, চিঠিতে আর্জি পাক কন্যার ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ