Advertisement
Advertisement

Breaking News

আলোকের এই ঝরনাধারায়

সারা বিশ্ব কী ভাবে পালন করে আলোর উৎসব, দেখলে তাক লেগে যাবে!

The Light Festivals Of World
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 29, 2016 3:44 pm
  • Updated:October 29, 2016 3:44 pm

বর্ণিনী মৈত্র চক্রবর্তী: আজ আলোর উৎসব৷ অমাবস্যার ঘন কালো অন্ধকারকে ঢাকবে আলোর মালা৷ মোমবাতি, প্রদীপের রোশনাইতে, টুনি বাল্ব, এলইডিতে আলোকময় শহর থেকে শহরতলি৷ ঝিকিমিকি সেই আলোয় অমাবস্যার ঘন কালো অন্ধকার যেন ধুয়ে-মুছে যায়৷ তবে আমাদের যেমন দীপাবলি, তেমনই আলোর উৎসবে সেজে ওঠে গোটা বিশ্বও৷ সেই বিশ্বজনীন আলোকিত উৎসবগাথা নিয়েই এই প্রতিবেদন।

aomori_web
আওমোরি নেবুতা মাতসুরি

জাপানে যে কোনও উৎসবেই আলোর প্রাধান্য৷ এর মধ্যে নজরকাড়া ‘আওমোরি নেবুতা মাতসুরি’৷ জাপানের আওমোরি শহরে রংবেরঙের ‘নেবুতা’ নিয়ে আলোকসজ্জায় সজ্জিত এক প্রসেশন বেরোয় এইদিন৷ গোটা রাস্তা যেন ঝলমলিয়ে ওঠে৷

Advertisement
lyon_web
লিওন

ফ্রান্সে চারদিনব্যাপী এক আলোর উৎসবের আয়োজন করা হয়৷ নাম ‘লিওন’৷ দীপাবলির মতো এই উৎসবেও বাড়ি মোমবাতি দিয়ে সাজানো প্রথা৷ প্রত্যেক বছর নতুন কোনও আলোর নকশায় সেজে ওঠে শহর৷ নানা ডিজাইনে, নানা রকমের আলো দিয়ে সাজানো হয় ঘরবাড়ি৷

Advertisement
hannukaah_web
হানুকাহ্

ইহুদিদের ‘হানুকাহ্’ উৎসবে দেখা যায় আলোর মেলা৷ আটদিনব্যাপী এই উৎসবে একটি করে মোমবাতি প্রজ্বলিত করা হয়, যার চারপাশ দিয়ে নয়টি হানুকাহ্ থাকে৷ এর সঙ্গে ইহুদি নানা খাবার সাজিয়ে দেওয়াই রীতি৷

berlin_web
বার্লিনে আলোর উৎসবে

২০০৫ সাল থেকে বার্লিনে এক আলোর উৎসবের আয়োজন করা হয়৷ প্রত্যেক বছর অক্টোবর মাসে এটি অনুষ্ঠিত হয়৷ শহরের সমস্ত শিল্পকর্মকে সুন্দর করে আলো দিয়ে সাজিয়ে তোলা হয়৷ চারিদিক একেবারে আলোর চাদরে মোড়া মনে হয়৷ এর সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ সঙ্গে থাকে ট্র্যাডিশনাল মিল-এর ব্যবস্থা৷

thanksgiving_web
থ্যাঙ্কসগিভিং উৎসব

ইস্ট প্রিটোরিয়াতে দু’মাস ধরে চলে থ্যাঙ্কসগিভিং উৎসব৷ নভেম্বর থেকে শুরু করে জানুয়ারির পয়লা তারিখ অবধি চলে উৎসব৷ ফ্লোটিং মোমবাতি, রংবেরঙের প্রসেশন, প্রচুর গানবাজনায় উৎসব সেজে ওঠে৷ বেশ কিছু লেজার আলোর প্রদর্শনীরও আয়োজন করা হয় এইসময়৷

sanmartino_web
সেন্ট মার্টিন’স উৎসবে

হল্যান্ডের সেন্ট মার্টিন’স উৎসবে শিশুরা হাতে লণ্ঠন জ্বালিয়ে গান গাইতে গাইতে রাস্তায় হাঁটে৷ সবাই তাদের মিষ্টি খাওয়ায়৷ সাধারণত নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে এই উৎসব উদযাপিত হয়৷

loykrathong_web
লয় ক্রাথং

নভেম্বর মাসের প্রথম পূর্ণিমাতে তাইল্যান্ডে অনুষ্ঠিত হয় ‘লয় ক্রাথং’৷ এই উৎসবে কলাপাতা দিয়ে তৈরি পদ্মের মতো একটা পাত্রে একটা মোমবাতি জ্বালিয়ে তার সঙ্গে ফুল, কয়েন দিয়ে ভাসিয়ে দেওয়াই প্রথা৷ যা কিছু অমঙ্গলের, তা দূর করতেই এই উৎসবের আয়োজন৷

pingxy_web
পিংসি

তাইওয়ানের পিংসি-তে ফানুসের গায়ে নানা ধরনের মেসেজ লিখে আকাশে ওড়ানো প্রথা, সারা আকাশ যাতে আলোয় আলোকময় হয়ে ওঠে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ