Advertisement
Advertisement

কীসের নেশায় উচ্চতম সেতুতে উঠলেন পাভেল?

সেলফি তোলার জন্য এক্কেবারে সেতুর উপর রড বেয়ে সবচেয়ে উঁচু পয়েন্টে পৌঁছে যান পাভেল৷ সেলফি তোলার জন্য নিজে একা যাননি সঙ্গে নিয়ে যান এক বন্ধুকেও৷

These Boys Climbed Turkey’s Tallest Bridge for a Selfie!
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 20, 2016 8:13 pm
  • Updated:May 20, 2016 8:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর পাঁচজন সমবয়সী যুবকের সঙ্গে কোনও তফাত নেই পাভেল স্মারনভের৷ আর পাঁচ জন যুবকের মতোই সেলফি তোলার নেশা পাভেলের৷ পার্থক্য শুধু একটাই, সেলফি তোলার জন্য এক্কেবারে সেতুর উপর রড বেয়ে সবচেয়ে উঁচু পয়েন্টে পৌঁছে যান পাভেল৷ সেলফি তোলার জন্য নিজে একা যাননি সঙ্গে নিয়ে যান এক বন্ধুকেও৷

পাভেল আর তাঁর বন্ধু সেলফি তোলার জন্য উঠে পড়েন তুরস্কের ইয়াভুজ সুলতান সেলিম সেতুতে৷ সাড়ে তিনশো মিটার উঁচু সেতুটি তুরস্কের সবচেয়ে উঁচু সেতু৷ উচ্চতার দিক দিয়ে এটি বিশ্বের দ্বিতীয় উচ্চতম সেতু৷ সেলফির নেশায় একেবারে মেঘের মুলুকে পাড়ি দেন দুই যুবক৷ আস্তে আস্তে দু’জনে পৌঁছে যান সেতুর সবচেয়ে উচ্চতম পয়েন্টে৷ সেখান থেকে শুধু সেলফি নয় ওঠার ভিডিও পোস্ট করেন পাভলভ৷ সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় সেলফি এবং ভিডিও পোস্টটি৷ লাইকের পর লাইকের বন্যা৷ তবে একটা সতর্কবার্তা, মনের জোর না থাকলে এই ভিডিও দেখবেন না৷
<

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ