Advertisement
Advertisement

Breaking News

রাষ্ট্রসংঘে হাসির খোরাক! নিজের ঢঙেই সাফাই দিলেন ট্রাম্প

ট্রাম্পের বক্তব্য শুনে হেসে লুটোপুটি অন্য রাষ্ট্রনেতারা।

'They were laughing with me', Trump on world leaders laughing in UN
Published by: Tanujit Das
  • Posted:September 27, 2018 9:11 pm
  • Updated:September 27, 2018 9:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রসংঘের সাধারণ সভায় বক্তৃতা দিতে উঠে হাসির খোরাক হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তাঁর বক্তৃতা শুনে হেসে লুটোপুটি খেয়েছেন অন্যান্য রাষ্ট্রনেতারা৷ তবে ট্রাম্পও থামবার পাত্র নন৷ নিজের ঢঙেই বিতর্ক সামাল দিলেন তিনি৷ সাংবাদিকদের জানালেন, ‘তাঁর বক্তৃতা শুনে হাসেননি রাষ্ট্রনেতারা৷ বরং তাঁর সঙ্গেই হেসেছেন তাঁরা৷’ মার্কিন প্রেসিডেন্টের সাফাই, এটা ‘বিভ্রান্তিকর খবর’৷ পরিকল্পনা করে তাঁর বিরুদ্ধে ছড়ানো হয়েছে৷

[ন’মাস বেতন নেই, খাদ্যাভাবে জাহাজে আটকে ৮ ভারতীয় নাবিক]

Advertisement

রাষ্ট্রসংঘের সভায় আমেরিকা প্রসঙ্গে রাখেন মার্কিন প্রেসিডেন্ট৷ প্রথমত, সভায় সময়ের কিছুটা দেরিতেই উপস্থিত হন ট্রাম্প৷ তা নিয়ে বিতর্ক মাথা চাড়া দেয়৷ এরপরই নিজের ভাষণ শুরু করেন ট্রাম্প। ভাষণের আদ্যপান্তজুড়ে ছিল ‘ আমেরিকা ফার্স্ট’ নীতির প্রচার৷ নিজের শাসনকালের ঢালাও প্রশংসা করেন ট্রাম্প৷ বলেন, ” আমার শাসনকালে মার্কিন প্রশাসন নয়া উচ্চতা ছুঁয়েছে৷ কার্যকরী ভূমিকা পালন করেছে এই সরকার৷ যা কাজ হয়েছে বা হচ্ছে তা ইতিহাসে আগে কখনও হয়নি৷”

Advertisement

[কয়েক কোটি মানুষের দারিদ্র দূর করেছে ভারত, প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প]

পাশাপাশি মার্কিন সেনার ঢালাও প্রশংসা করেন তিনি৷ আর ট্রাম্পের এই বক্তৃতার পরেই হাসির রোল ওঠে রাষ্ট্রসংঘের সাধারণ সভায়৷ হাসিতে ফেটে পড়েন সভায় উপস্থিত অন্যান্য দেশের রাষ্ট্রনেতারা৷ প্রথমে কিছুটা হতভম্ব হয়ে পড়েন মার্কিন প্রেসিডেন্ট৷ পরে অবশ্য পরিস্থিতি সামাল দেন তিনি৷ এরপর সাংবাদিকরা তাঁকে ওই ঘটনা নিয়ে প্রশ্ন করলে নিজের মতো করে চাতুর্যের সঙ্গে বিষয়টিকে সামাল দেন তিনি৷ বিভ্রান্তি রটানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ