Advertisement
Advertisement

Breaking News

এ কাহিনী বিশ্বের সর্বকনিষ্ঠ মায়ের

প্রথমে লিনার বাবা-মা ভেবেছিলেন মেয়ের পেটে হয়তো টিউমার হয়েছে৷ সেই কারণেই পেট ফুলে যাচ্ছে৷

This 5-year-old girl is the youngest mother in the world
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 22, 2016 8:22 pm
  • Updated:June 22, 2016 8:25 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজকের ঘটনা নয়, একথা ভারতের স্বাধীনতারও আগে৷ সালটা ছিল ১৯৩৯৷ সমাজও ছিল অনেকটাই রক্ষণশীল৷ সেই সমাজের রক্তচক্ষু অগ্রাহ্য করেই শিশুর জন্ম দিয়েছিল বিশ্বের সবচেয়ে কমবয়সী মা৷ লিনা মেডিনা৷ মাত্র ৫ বছর সাত মাস বয়সেই পুত্রসন্তানের জন্ম দেয় পেরুর এই খুদে বাসিন্দা৷

প্রথমে লিনার বাবা-মা ভেবেছিলেন মেয়ের পেটে হয়তো টিউমার হয়েছে৷ সেই কারণেই পেট ফুলে যাচ্ছে৷ এই জন্যই মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যান তাঁরা৷ কিন্তু, লিনার শারীরীক পরীক্ষার রিপোর্ট দেখে তো চক্ষু চড়কগাছ চিকিৎসকদের৷ দেখা যায় ৭ মাসের গর্ভবতী ৫ বছরের শিশুটি৷ এবং তাঁর যৌনাঙ্গ প্রাপ্তবয়স্কদের মতোই৷

Advertisement

চিকিৎসকদের সাহায্যেই নির্দিষ্ট সময়ে পুত্র সন্তানের জন্ম দেয় লিনা৷ মা ও শিশু দুজনেই বহাল তবিয়তে ছিলেন৷ ঘটনার পরপরই শিশুনির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল লিনার বাবাকে৷ পরে প্রমাণাভাবে তাঁকে ছেড়ে দেওয়া হয়৷ প্রথমে লিনার সন্তান জানত সে তাঁর বড় বোন৷ ১০ বছর বয়সে তাঁকে সত্যিটা জানানো হয়৷ কিন্তু, লিনার সন্তানের পিতা কে? সে প্রশ্ন আজও রহস্যের অন্ধকারেই লুকিয়ে রয়েছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ