Advertisement
Advertisement

মানুষ হয়েও ছাগল সেজে ঘুরে বেড়ান ইনি!

ছাগলদের দেখে তাদের দলেই ভিড়ে যান থমাস৷ ছাগলরাও সানন্দে আপন করে নেয় থমাসকে৷ দু’পক্ষের বন্ধুত্ব অচিরেই এতটাই মজবুত হয়ে ওঠে যে ছাগলদের সঙ্গে মাঠে ঘাটেই কাটান থমাস৷

This Dude Got Sick Of Being Human So He Started Living As A Goat.
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 17, 2016 7:13 pm
  • Updated:May 17, 2016 10:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 

‘কেউ হতে চায় ডাক্তার/ কেউ বা ইঞ্জিনিয়ার/ কেউ হতে চায় ব্যবসায়ী/ কেউ বা ব্যারিস্টার …… আমি ভবঘুরেই হব/ এটাই আমার অ্যাম্বিশন৷ ’

Advertisement

নচিকেতার এই গানটা ইংল্যান্ডের থমাস থোয়েট শুনেছিলেন কিনা জানা নেই৷ কিন্তু গানটির নির্যাস মেনে নিজের ইচ্ছেমতো যেভাবে জীবন কাটানোর পদ্ধতি বেছেছেন থমাস তাতে চোখ কপালে উঠলেও সত্যিই কুর্নিশ জানাতে হয়৷

Advertisement

ব্যাপারটা কী, একটু খোলসা করেই বলা যাক৷ আর পাঁচজন ব্রিটিশ যুবকের থেকে কোনই পার্থক্য নেই থমাসের৷ আপাতদৃষ্টিতে ভালই চলছিল তাঁর দিনগুজরান৷ অস্থায়ী কর্মী হিসেবে অনেক সংস্থায় চলছিল তাঁর কর্মকাণ্ড৷  কিন্তু মানসিক তৃপ্তি কিছুতেই পাচ্ছিলেন না থমাস৷ একদিন বন্ধুর কুকুরের সঙ্গে খেলা করতে করতেই মাথায় খেলে যায় দুষ্টুবুদ্ধি৷ কুকুরটিকে দেখে থমাস ভাবেন কী ভালই না আছে চারপেয়ে প্রাণীটি৷ খাচ্ছে, ঘুমোচ্ছে, পড়াশোনা নেই, নেই চাকরির চাপ, রোজগারের চিন্তাও নেই, কিছুই চিন্তা নেই পোষা কুকুরটির৷ কুকুরটিকে দেখে এক অদ্ভুত ভাবনা গ্রাস করে থমাসকে৷ তাঁরও ইচ্ছা হয় আর মানুষের মতো নয় বরং চারপেয়ে কোন প্রাণীর মতোই আরামের জীবন কাটাবেন৷ যেমন ভাবা তেমন কাজ৷  একদিন সটাং সুইৎজারল্যান্ডের আল্পসে হাজির হলেন থমাস৷ আল্পসের কোলে ঘাসে ঢাকা জমিতে তখন চড়ে বেরাচ্ছিল পাহাড়ি ছাগলের দল৷ ছাগলদের দেখে তাদের দলেই ভিড়ে যান থমাস৷  ছাগলরাও সানন্দে আপন করে নেয় থমাসকে৷ দু’পক্ষের বন্ধুত্ব অচিরেই এতটাই মজবুত হয়ে ওঠে যে ছাগলদের সঙ্গে মাঠে ঘাটেই কাটান থমাস৷ কিন্তু চাইলেই তো আর ছাগল হওয়া যায় না৷ তাই ভালভাবে মানুষ থেকে যাতে ছাগল হয়ে উঠতে পারেন তার জন্য ব্রিটেনের স্যালফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা থমাসকে একটি ছাগলের কাঠামো বানিয়ে দেন৷ সেটা পরেই মাঠে ঘাটে এখন চড়ে বেড়ান থমাস৷ এমনকী ছাগলবন্ধুদের দেখাদেখি কচি কচি ঘাসও চিবিয়ে খান থমাস! এক চারপেয়ের সঙ্গে তো একটু বেশিই ঘনিষ্ঠতা হয়ে গিয়েছে৷  মুচকি হেসে থমাস জানান, এক ছাগল বান্ধবী আমায় খুবই ভালবাসে৷ সবসময় সে আমার পিছু পিছু ঘুরে বেড়ায়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ