Advertisement
Advertisement

Breaking News

চোরাশিকারীর ধারালো অস্ত্রের কোপে মৃত্যু বাঘের, ভাইরাল ছবি

প্রতিবাদে সরব পশুপ্রেমীরা৷

Tiger poachers arrested by Thai police
Published by: Sayani Sen
  • Posted:January 24, 2019 7:07 pm
  • Updated:January 24, 2019 7:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গলের মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে একটি বাঘ। আর তাকে একের পর এক কোপ মেরে চলেছে এক ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই মর্মান্তিক ছবি৷ যা দেখে চমকে উঠছেন প্রায় সকলেই৷ প্রতিবাদে গর্জে উঠেছেন পশুপ্রেমীরা৷

‘মন নাই’, জাপানে হোটেলের চাকরি খোয়াল যন্ত্রমানবরা

গত বছর অক্টোবর মাসে ভিয়েতনামের চোরাশিকারির একটি দলকে আটক করে সেখানকার পুলিশ। সূত্রের খবর, সেই চোরাশিকারী দলেরই কারও মোবাইলে ছিল এই রক্তাক্ত বাঘের ছবি৷ যেখানে দেখা গিয়েছে বাঘের উপর উঠে বসে রয়েছে এক ব্যক্তি৷ তবে শুধু বসে রয়েছে ভুল হবে৷ বলা চলে, বাঘকে ক্রমাগত একটি ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে চলেছে সে৷ বন্যপ্রাণ রক্ষা নিয়ে কাজ করে চলা ‘ফ্রিল্যান্ড’ নামে একটি সংস্থার তরফে ফেসবুকে পোস্ট করা হয়েছে সেই ছবিটি। বিদ্যুতের গতিতে সেই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়৷ যা দেখে তাজ্জব হয়ে যাচ্ছেন সকলেই৷ ফেসবুক পোস্ট জানানো হয়েছে যে, ২০১৮ সালের অক্টোবর মাসে চোরাশিকারের মালপত্র নিয়ে পালানোর সময় চোরাশিকারিদের এই দলটিকে পাকড়াও করে সেখানকার পুলিশ। তাদের গাড়ি থেকে একটি পূর্ণবয়স্ক বাঘের কঙ্কালও উদ্ধার করা হয়৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে, তাইল্যান্ড, ভিয়েতনাম, মালওয়েশিয়ার মতো চারটি দেশে মূলত চোরাশিকার করত ওই দলটি৷ পুলিশের কাছে পাওয়া তথ্য অনুযায়ী, বাঘের হাড় থেকে একটি বিশেষ পানীয় তৈরি হয়৷ ওই পানীয়টির ভিয়েতনামে ব্যাপক চাহিদাও রয়েছে৷ এই দেশে পূর্ণবয়স্ক ব্যক্তিরা সাধারণত ওই পানীয় খান৷ তাই বারবার চোরাশিকারিরা বাঘকেই টার্গেট করে।

Advertisement

দু’বছরে দৈনিক গড়ে ১৬.৫টি মিথ্যে বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প!

বাঘকে মারধরের বীভৎস এই ছবিটি এখন নেটদুনিয়ায় ভাইরাল৷ ছবি দেখার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন নেটিজেনরা। চোরাশিকারিদের চরম শাস্তি হিসেবে ফাঁসির দাবিও তুলেছেন পশুপ্রেমীরা৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ