Advertisement
Advertisement

রেকর্ড দামে নিলামে টিনটিনের কমিকস-চিত্র

শুধু একটি ছবির দাম ১১ কোটি ১৯ লক্ষ? কী আছে তাতে? দেখে নিন ক্লিক করে!

Tintin drawing sells for record €1.55m in Paris auction
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 20, 2016 1:04 pm
  • Updated:November 20, 2016 1:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোভিয়েত দেশ লাইকাকে মহাকাশে পাঠানোর বছর চারেক আগেই আর আর একটি কুকুর গিয়েছিল মহাকাশে৷ তার নাম স্নোয়ি৷ চন্দ্রযানে চেপে শুধু চাঁদেই পৌঁছায়নি সে৷ রীতিমতো চাঁদের মাটিতে নেমে লাফিয়ে বেড়িয়েছিল৷ তারপর ফিরেও এসেছিল পৃথিবীতে৷ এই ঘটনার পুরো কৃতিত্বই অবশ্য বেলজিয়ামের কার্টুনিস্ট জর্জি প্রোসপা রমির৷ যিনি এর্জে ছদ্মনামে বিখ্যাত কার্টুন চরিত্র টিনটিন বানিয়ে এই অসাধ্য সাধন করেছিলেন৷ ১৯৫২ সাল থেকে ১৯৫৩-র ডিসেম্বর পর্যন্ত বেলজিয়ামের টিনটিন পত্রিকায় প্রকাশিত সেই কমিক সিরিজ ‘এক্সপ্লোরারস টু দ্য মুন’-(বাংলা সংস্করণে চাঁদে টিনটিন) এর একটি ছবিই শনিবার নিলামে বিকোল ১.৫৫ মিলিয়ন ইউরোতে৷ ভারতীয় মুদ্রায় যার মূল্য ১১ কোটি ১৯ লক্ষের কাছাকাছি৷

tintin2_web
কার্টুনিস্ট এর্জে

ছবিটি বেলজিয়ান কার্টুনিস্ট এর্জের নিজের হাতে আঁকা৷ দৈর্ঘ্যে ৫০ ও প্রস্থে ৩৫ সেন্টিমিটার৷ সাদা কাগজে চিনা কালি দিয়ে আাঁকা ওই ছবিটি নিলামে তুলেছিল প্যারিসের নিলাম ঘর আর্টকিউরিয়াল৷ আশা ছিল ছবিটি বিক্রি হবে সাত-নয় লক্ষ ইউরোয়৷ কিন্তু, নিলামে যা প্রতিক্রিয়া এল তা আশাতীত৷ প্রায় দ্বিগুণ দামেই ছবিটি কিনে নেন এক ধনী টিনটিন ভক্ত৷
কমিকস সিরিজের একটি ছবির এত বেশি দামে বিক্রি হওয়া বিরল ঘটনা৷ নিলাম ঘরের মালিক ড্যানিয়েল মেঘান জানিয়েছেন, ছবিটির দাম রেকর্ড তৈরি করেছে৷ সেই সঙ্গে এও জানিয়েছেন, তাঁদের নিলামে অনুপ্রাণিত হয়ে প্রতিযোগী নিলাম ঘরগুলিও টিনটিন কমিক সিরিজের অন্যান্য ছবি নিলামে তুলতে শুরু করেছে৷ ছবিতে চাঁদের মাটিতে তরুণ সাংবাদিক টিনটিন, ক্যাপ্টেন হ্যাডক আর টিনটিনের ছোট্ট কুকুর স্নোয়ির হেঁটে বেড়ানোর দৃশ্য রয়েছে৷ যেখানে চাঁদের মাটিতে হাঁটতে হাঁটতে আকাশে পৃথিবীকে অবাক হয়ে দেখছে তিনজনেই৷

Advertisement
tintin1_web
বই হিসাবে প্রকাশিত হওয়ার সময়ে প্রচ্ছদে ব্যবহার করা হয়েছিল ছবিটিকে৷

এক্সপ্লোরার টু দ্য মুন কমিক সিরিজের ভিতরে ছবিটি ব্যবহার না হলেও পরে বই হিসাবে প্রকাশিত হওয়ার সময়ে প্রচ্ছদে ব্যবহার করা হয়েছিল ছবিটিকে৷ ১৯৫৪ সালে বই হিসাবে প্রকাশিত হয় এই কমিক সিরিজ৷ যা ভবিষ্যতে এর্জের কমিক সিরিজগুলির মধ্যে অন্যতম সেরা বলে বিবেচিত হয়৷ ১৯৫৩ সলে প্রকাশিত ডেস্টিনেশন মুন (বাংলায় চন্দ্রলোকে অভিযান ) কমিক সিরিজের পরবর্তী অংশ ওই কমিক সিরিজ৷ বিষেশজ্ঞদের মতে, যুদ্ধপরবর্তী সময়ে যে সমস্ত কমিকস এর্জে তৈরি করেছিলেন তার মধ্যে এটি অন্যতম৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ