Advertisement
Advertisement

ট্রাম্প ও সিআইএর মধ্যে নজিরবিহীন সংঘাত আমেরিকায়

নির্বাচনে কারচুপি নিয়ে তরজা চরমে...

Trump, CIA On Collision Course Over Russia's Role In US Election
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 11, 2016 2:45 pm
  • Updated:June 20, 2022 6:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় চলছে নজিরবিহীন সংঘাত! একদিকে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ৷ দুই পক্ষের মধ্যে এমন চরম তরজা অতীতে কবে দেখা গিয়েছে, মনে করতে পারছেন না অনেকেই৷

মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে রাশিয়ার সাহায্যে জিতেছেন ট্রাম্প, সিআইএ-র তোলা এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট৷ কিন্তু সিআইএ-ও তাদের যুক্তিতে অনড়৷ গত শুক্রবার ওয়াশিংটন পোস্টে এক প্রতিবেদনে দাবি করা হয়, সিআইএ জানতে পেরেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে৷ নির্বাচনে ট্রাম্পকে জেতাতে হস্তক্ষেপ করেছে রাশিয়া৷

Advertisement

পাল্টা ট্রাম্প প্রশ্ন তোলেন, ১৬টি গোয়েন্দা সংস্থার নজরদারি সত্ত্বেও কীভাবে সাইবার জালিয়াতি চালাতে পারে রাশিয়া? পাশাপাশি, সিআইএ-র যাবতীয় অভিযোগ নস্যাত করেছে দিয়েছেন ট্রাম্প ও তাঁর সহযোগীরা৷ এমনকী, ইরাক যে গণহত্যা চালাতে অস্ত্র মজুত করেছে, সেই তথ্যও উড়িয়ে দিয়েছেন তিনি৷ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ছাড়া আর কোনও মার্কিন শীর্ষ প্রশাসকের সঙ্গে সরকারি গোয়েন্দা সংস্থার সংঘাত আগে দেখা যায়নি৷ এই সংঘাতের শেষ কোথায়, জানতে চাইছেন পেন্টাগনের শীর্ষ কর্তারা!

(ট্রাম্পের জয়ের পিছনে হাত রয়েছে রাশিয়ার: সিআইএ)

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement