Advertisement
Advertisement

আত্মঘাতী বিস্ফোরণে আঙ্কারায় মৃত ২

নিহতদের মধ্যে একজন পুরুষ ও অপরজন মহিলা৷

Two suicide bombers blow themselves up in Turkish capital
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 8, 2016 4:25 pm
  • Updated:October 8, 2016 4:25 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আত্মঘাতী বিস্ফোরণে তুরস্কের রাজধানী আঙ্কারা প্রদেশে মৃত্যু হল দুই ফিদায়েঁ জঙ্গির৷ নিহতদের মধ্যে একজন পুরুষ ও অপরজন মহিলা বলে পুলিশ সূত্রে খবর৷ প্রদেশের গভর্নর জানিয়েছেন, ওই দুই জঙ্গি সম্ভবত গাড়ি বোমা বিস্ফোরণের ছক কষছিল৷ কিন্তু পুলিশ তাদের হাতেনাতে ধরে ধরে ফেলবে অনুমান করতে পেরেই নিজেদের শরীরে বাঁধা বোমা বিস্ফোরণ ঘটিয়ে দেয় দুজনেই৷ মৃতদের সঙ্গে স্থানীয় সশস্ত্র কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে-র যোগ রয়েছে বলে অনুমান পুলিশের৷

আঙ্কারার গভর্নর এরকান টোপাকা সিএনএনকে বলেছেন, জঙ্গিদের সঙ্গে পিকেকে যোগ স্পষ্ট৷ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ও ফরেনসিক বিশেষজ্ঞদের রিপোর্ট হাতে পেয়ে পুলিশ জানিয়েছে, জঙ্গিদের টার্গেট ছিল আরও বড় বিস্ফোরণ ঘটানো৷ ঘটনাস্থল থেকে ২০০ কিলো অ্যামোনিয়াম নাইট্রেট ও দুটি প্লাস্টিক এক্সপ্লোসিভ উদ্ধার হয়েছে৷ শনিবার আঙ্কারা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ভোর ছ’টা নাগাদ জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছিল পুলিশ ও সেনার যৌথবাহিনী৷ সেই সময় ওই দুই জঙ্গিকে ঘিরে ফেলে সরকারি বাহিনী৷ বেগতিক বুঝতে পেরে রিমোটের সাহায্যে বিস্ফোরণ ঘটিয়ে দেয় জঙ্গিরা৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ